সিবিআইয়ের জালে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার নীলাদ্রী ঘোষও। কংগ্রেস প্রার্থীর সঙ্গে আঁতাঁত শুভেন্দু অধিকারীর। সাগরদিঘির প্রচারমঞ্চে ছবি দেখিয়ে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও নিয়ে তৃণমূলের কর্মসূচিতে অশান্তি বিজেপিরই। ভাইরাল অডিওয় ফাঁস ‘ষড়যন্ত্র’। অভিষেকের বাড়ি ঘেরাওয়ের পালটা দিল তৃণমূল। দিনে দিনে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। দিল্লি টেস্টে সহজ জয় ভারতের। ইডেনে ফের স্বপ্নভঙ্গ বাংলার।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বাড়ল গ্রেপ্তারির সংখ্যা। এবার সিবিআইয়ের জালে ধরা পড়ল আরও দুজন। রবিবার নিজাম প্যালেসে জেরার পর গ্রেপ্তার করা হয় তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ নামে দুই এজেন্টকে। জানা গিয়েছে, তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। তবে গ্রেপ্তারির পরেও নিজেকে নির্দোষ বলেই দাবি করেন তাপস। তাঁর দাবি, “তদন্তে সহযোগিতার পরেও কেন গ্রেপ্তার করা হল জানি না।” প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তারির পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর ছিল তাপস মণ্ডলের দিকে। সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ সরাসরি তাপস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন। ইডি’র চার্জশিটেও নাম ছিল মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের। তাই কুন্তল এবং তাপসকে মুখোমুখি বসিয়ে জেরা করলে আরও নানা তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা। সেই কারণে এদিন তাপসকে দীর্ঘক্ষণ জেরা করে সিবিআই। জেরার সময় সামনে আসে নীলাদ্রি ঘোষের নাম। এদিন তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাপস ও নীলাদ্রিকে জেরা করে আরও নাম সামনে আসতে পারে বলেই মত তদন্তকারীদের।
2. সাগরদিঘিতে উপনির্বাচনের আগেই রবিবার প্রচারমঞ্চ থেকে বিরোধী প্রার্থীদের গোপন চরিত্র কার্যত ফাঁস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বাম-কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাসের ‘আঁতাঁতে’র অভিযোগ তোলেন তিনি। মঞ্চেই তাঁদের একটি ছবি প্রকাশ্যে আনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছবি দেখিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “চিনে নিন কাদের সঙ্গে কাদের আঁতাঁত রয়েছে। এঁদের ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। এখানে মীরজাফররা প্রার্থী হয়েছে। অধীর চৌধুরী কি জানতেন না? তিনি তো কোন প্রতিবাদ করেননি।” তাঁর সাফ কথা, সাগরদিঘির উপনির্বাচন ২০২১-এর বিধানসভা ভোটের চেয়েও গুরুত্বপূর্ণ। এদিন সাগরদিঘির বিড়ি শ্রমিকদের প্রসঙ্গও তোলেন অভিষেক। বলেন, “আমি শুনেছি এখানকার বিড়ি শ্রমিকদের সমস্যা রয়েছে। ৯০০টি বিড়ি বাঁধলে পাওয়া যায় ১৬৫ টাকা। আমরা চেষ্টা করব, এই টাকা বাড়িয়ে দেওয়ার। দু’শোর বেশি করার। উপনির্বাচনে জিতে এক থেকে দেড়মাসের মধ্যেই আমরা এই কাজটা করতে চাই। শ্রমিকদের পাশে আছে আমাদের সরকার।” সাগরদিঘির উপনির্বাচনে ত্রিমুখী লড়াই হতে চলেছে বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস, তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বিজেপির দিলীপ সাহার মধ্যে। অভিষেকের এই বিস্ফোরক দাবির পর ভোটদাতাদের উপর তার যথেষ্ট প্রভাব পড়তে পারে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।