কেবল পুরাণেই নয়, এবার ভারতীয় রাজনীতিতেও চোখে পড়ছে শিবের আনাগোনা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতার কথায় এবং কাজে জুড়ে যাচ্ছেন এই পৌরাণিক দেবতা। কীভাবে? আসুন, শুনে নেওয়া যাক।
ভারতের বর্তমান রাজনীতিতে রাম তো আছেনই। ইদানীং কালে দেখা যাচ্ছে সেখানে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছেন শিব-ও। ধর্মের ভিত্তিতে জনসংযোগ করতে গিয়ে একাধিক রাজনৈতিক দল হাতিয়ার করছে তাঁকেই। কেবল বিজেপি নয়, এই পথে কার্যত পা বাড়িয়েছে কংগ্রেসও।
আরও শুনুন: যার সঙ্গে মজে মন! ৫৪ বছরের ব্যক্তির প্রেমে পড়ে প্রেমিকের হাত ছাড়লেন ২৪-এর তরুণী
২০২২-এর অক্টোবরে ষষ্ঠবারের জন্য কেদারনাথ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানে দাঁড়িয়েই তিনি দাবি করেছিলেন যে, কেবলমাত্র শিবেরই আরাধনা করেন তিনি। কেদারনাথের মতো তীর্থস্থানের প্রতিও তিনি মুগ্ধতা প্রকাশ করেছিলেন একইসঙ্গে। উত্তরাখণ্ডের ঐতিহ্য মেনে স্বস্তিক চিহ্নযুক্ত সাদা পোশাক পরে কেদারনাথে পুজোও দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আবার সেই বছরেই বেনারসে গিয়েও নিজের শিবভক্তির কথা প্রকাশ্যে বলেন তিনি। মহাদেবের আরাধনা করার পুণ্যেই বেনারস ও তামিলনাড়ু এই দুই অঞ্চলে সংস্কৃতি এবং সভ্যতার বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “কাশীতে রয়েছেন বাবা বিশ্বনাথ, আর তামিলনাড়ুতে রয়েছে রামেশ্বরমের আশীর্বাদ। দুই এলাকাই ‘শিবময়’ ও শক্তিময়’।” এমনকি এই দুই অঞ্চলে যে ভাষা প্রচলিত, সংস্কৃত ও তামিল, সেই দুটিই যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষাগুলির মধ্যে পড়ে, সে কথাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি। এই কথা টেনেই যোগী আদিত্যনাথও ওই অনুষ্ঠানে বলেছিলেন, এই দুই ভাষার উৎপত্তি আসলে শিবের মুখ থেকেই। চলতি বছরে মহাশিবরাত্রি তিথি উপলক্ষে ইতিমধ্যেই গোরখনাথ মন্দিরে গিয়ে পুজো সেরেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা থেকে ভাগ করে নেওয়া হয়েছে সেই ছবিও।
রাজনীতির সঙ্গে ধর্মকে বারেবারেই জুড়ে দিয়ে থাকে গেরুয়া শিবির। কিন্তু দেখা যাচ্ছে, শিবভক্তির পথে এবার পা বাড়িয়েছে কংগ্রেসও। কেবল যোগী আদিত্যনাথই নন, শিবরাত্রি উপলক্ষে হার্দিক শুভেচ্ছা জানাতে ভোলেননি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। গত বছরেই রাজস্থানে ৩৬৯ ফুট উঁচু শিবমূর্তির উদ্বোধন করতে গিয়ে রাহুলকে ‘শিবভক্ত’ বলে পরিচয় দেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আর সম্প্রতি ভারত জোড়ো যাত্রা শেষে দিল্লিতে ফিরে কি ফের সেই জনসংযোগ ঝালিয়ে নিতে চাইলেন রাহুল গান্ধী?
আরও শুনুন: ধর্ম বাধা নয়, শিবরাত্রি উপলক্ষে মহাদেব সেজেই নাচ মুসলিম তরুণীর
পুরাণের দিকে তাকালে দেখা যায়, দেবকুলের রাজনীতিতে সবসময়েই বড় ভূমিকা নিয়েছেন শিব। আর বাস্তবের পৃথিবীতে তাকালেও দেখা যাচ্ছে, ধর্মের ভিত্তিতে আমজনতার কাছে পৌঁছতে গিয়ে তাঁকে হাতিয়ার করতে চাইছেন একাধিক নেতা। আর সেই কারণেই বোধহয়, বর্তমান ভারতের রাজনীতিতে একা রাম নয়, ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছেন শিবও।