ভারতে সবচেয়ে বেশি সংখ্যায় বাস করেন হিন্দুরা। তাই অবিলম্বে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। এমন দাবিতে বারবার সরব হয়েছে দেশের হিন্দু সংগঠনগুলি। এবার তাঁদের সুরেই সুর মেলালেন গায়ক অনুপ জালোটা। এমন দাবির সমর্থনে আর কী যুক্তি সাজালেন তিনি? আসুন শুনে নিই।
সংবিধান অনুযায়ী, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। তবে জনসংখ্যার নিরিখে এ দেশে সবচেয়ে বেশি সংখ্যায় বাস হিন্দু ধর্মাবলম্বীদের। তাই দেশের ধর্মনিরপেক্ষ আচরণে বিরুদ্ধেও মত দেন কেউ কেউ। বিশেষ করে হিন্দুত্ববাদীদের তরফে এই ইস্যুতে বড়সড় আপত্তি রয়েছে। আগেও বহুবার ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি উঠেছে। এবার সেই দাবিতে সরব হলেন গজল গায়ক অনুপ জলোটা।
আরও শুনুন: বরের পিসেমশাই পনির খেতে পাননি, পাত্রপক্ষের ক্ষোভে বিয়েবাড়িতে ধুন্ধুমার
সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে হিন্দুরাষ্ট্রের সমর্থনে বেশ কিছু মন্তব্য করেছেন অনুপ জলোটা। তাঁর সেই বক্তব্যের ভিডিও-ই এখন নেটদুনিয়ার চর্চার বিষয়। তাঁর স্পষ্ট দাবি ভারতকে অবিলম্বে হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। তাঁর মতে, সারা বিশ্বে একটিও হিন্দুরাষ্ট্র নেই। একসময় নেপালকে হিন্দুরাষ্ট্র হিসেবে মানা হলেও এখন আর সে বালাই নেই। তাই ভারতকে হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত। গায়কের মতে এই ঘোষণা কারও উপর কোনও প্রভাব ফেলবে না। যার সমর্থনে, অদ্ভুত এক যুক্তিও খাড়া করেছেন তিনি। এক্ষেত্রে কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, কাশ্মীরে যেমন পরিবর্তন আনার পরই শান্তি ফিরে এসেছে। আগের তুলনায় জঙ্গি হানা কমেছে, ভূস্বর্গের মানুষ শান্তিতে বসবাস করছেন। হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণার পর, গোটা দেশেই এমন শান্তি ফিরে আসবে, এমনটাই মত অনুপ জলোটার।
আরও শুনুন: সম্ভাবনা এল নিনোর, গরমের তীব্রতায় কি নাজেহাল হবে দেশ?
তবে এখানেই শেষ নয়। নিজের বক্তব্যে দেশভাগের কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, দেশভাগের পর পাকিস্তান নিজেদের ইসলামিক দেশ হিসেবে ঘোষণা করে। কারণ সেখানে মুসলিমরা সংখ্যায় বেশি ছিলেন। কিন্তু ভারত সেই সময় এমন কিছুই ঘোষণা করেনি। দেশে হিন্দুরা সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও ভারত ঘোষিত হিন্দুরাষ্ট্র নয়। তাই অবিলম্বে দেশকে হিন্দুরাষ্ট্র বলে ঘোষণা করার দাবি জানিয়েছেন খ্যাতনামা গায়ক। যদিও ভিডিওর শেষে তিনি জানিয়েছেন এই মতামত সম্পূর্ণভাবে তাঁর নিজের। তবে সেই মতকে মান্যতা দিয়ে যা যা পদক্ষেপ করা উচিত, প্রশাসনকে সেই ব্যবস্থা নেওয়ার জন্যও আরজি জানিয়েছেন গায়ক অনুপ জলোটা।
भारत को हिंदू राष्ट्र घोषित कर देना चाहिए#AnupJalota #bhajangayak#Hindu pic.twitter.com/TkUwrblqdv
— Sweta Gupta (@swetaguptag) February 14, 2023