পণ নয়, পনির নিয়ে ঝামেলা জুড়েই বিয়েবাড়িতে ধুন্ধুমার বাধিয়ে দিল পাত্রপক্ষ। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। আর সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই মন্তব্যের জোয়ার নেটদুনিয়ায়। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
কথায় বলে, লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না। কিন্তু বিয়ে হলেও যে কথার পিঠে কথা উঠতেই থাকে, সে কথা এদেশের মানুষ হাড়ে হাড়ে জানেন। আর তেমনটাই ঘটেছে এখানে। বিয়ের দিনে খাওয়াদাওয়া নিয়েই ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছে উত্তরপ্রদেশের এই বিয়েবাড়িতে। মেনুতে থাকা সত্ত্বেও বরের পিসেমশাই নাকি পনির খেতে পাননি। আর তাতেই পাত্রপক্ষের মেজাজ একেবারে রেগে টং! পনিরের দৌলতেই রীতিমতো হাতাহাতি থেকে মারামারি বেধে গিয়েছে ওই বিয়েবাড়িতে। আর সোশ্যাল মিডিয়ার পাতায় ছড়িয়ে পড়েছে সেই ঘটনারই ভিডিও।
আরও শুনুন: Audio Blog: চিরন্তন প্রেমের কাহিনি… উপকথার প্রেমের গল্প ছাপা হল নোটেও
বিয়ের আচার উৎসবের মধ্যে কাকে ঠিক করে আপ্যায়ন করা হল না, কোথায় সাজসজ্জার একটু কমতি রয়ে গেল, বরযাত্রীর গাড়িতে কার কোথায় জায়গা হল, এমন সব খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকে। আর এই ঝামেলার তালিকায় সবার উপরে থাকতে পারে খাবার। খাবারের মেনু নিয়ে, তার গুণমান নিয়ে, এমনকি পরিবেশন নিয়েও কখন যে কার মুখ হাঁড়ি হবে, সে কথা আগে থেকে বলা ভগবানেরও অসাধ্য। সত্যি বলতে ভারতীয় সমাজব্যবস্থায় যেহেতু পিতৃতন্ত্রের ছাপটিই প্রকট, বিয়ের মতো অনুষ্ঠানেও তা স্পষ্ট হয়ে ওঠে। দেখা যায়, এইসব অভিযোগের বড় অংশটিই আসে পাত্রপক্ষের তরফ থেকে। কনের বাড়ি থেকে আদর আপ্যায়নে কোনোরকম ত্রুটি রয়ে গেল কি না, তার চুলচেরা হিসেব নিতে পা বাড়িয়ে থাকেন বর পক্ষের অনেকেই। যতই আইন পাশ হোক না কেন, ঘোষিত ভাবে পণ নেওয়া কিংবা যৌতুকের পাহাড় প্রাপ্তি, এমনটা এখনও ঘটেই থাকে। আর শুধু সেখানেই শেষ নয়, তার উপরে খাওয়াদাওয়া, আতিথেয়তা, এমন সব আপাত তুচ্ছ বিষয় নিয়েও খিটিমিটি লেগেই থাকে। আর তেমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের ওই বিয়েবাড়িতে। স্রেফ পনিরের দৌলতেই মুহূর্তে কুরুক্ষেত্রে পরিণত হয়েছে বিয়েবাড়ি। ভিডিওতে দেখা গিয়েছে, কেউ কেউ মারামারি থামানোর চেষ্টা করেছেন, তবে সফল হননি তাঁরা।
আরও শুনুন: বউ চাই শীঘ্র! পদযাত্রা করে খোদ ঈশ্বরের কাছে দরবার শতাধিক অবিবাহিত যুবকের
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা প্রকাশ্যে আসতেই কারও কারও মন্তব্য, নিত্যনতুন মজার খোরাক দিতে কার্পণ্য করে না উত্তরপ্রদেশ। তবে ঘটনাটিকে মজার ছলে না দেখে বেশ গুরুত্ব দিয়েই দেখেছেন অনেকে। তাঁদের মতে, এ আসলে বিয়ে ভেঙে দেওয়ার ছল মাত্র। তবে যাই হোক না কেন, নিছক পনির খেতে না পেয়ে মারামারি বাধিয়ে দেওয়ার ঘটনাকে মোটেই ভাল চোখে দেখছেন না নেটিজেনরা।