শুধু ভাড়াটে নয়, তাঁর পোষা মাছের জন্যও দিতে হবে আলাদা ভাড়া। এমনটাই নাকি দাবি করেছেন বাড়িওয়ালা। আর নেটদুনিয়ায় সে কথাই জানিয়েছেন ভাড়াটে। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
বাড়িওয়ালার আজব দাবির জেরেই নেটদুনিয়ায় নাম কুড়িয়েছেন এই মহিলা। না না, বাড়িওয়ালা নন, এক্ষেত্রে লাভ হয়েছে তাঁর ভাড়াটের। ওই বাড়ির মালিকের সাফ দাবি, কেবল মানুষ নয়, ভাড়া লাগবে মাছেরও। অর্থাৎ এই বাড়িতে মাছ পুষতে গেলে সেই মাছটির জন্যও বাড়তি বাড়িভাড়া দাবি করে বসেছেন ওই বাড়ির মালিক। অন্তত তেমনটাই জানিয়েছেন ওই বাড়িটি ভাড়া নেওয়া এক মহিলা। আর সে কথা নেটদুনিয়ায় প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গেই হইচই জুড়েছেন নেটিজেনরা।
আরও শুনুন: দুহাতে ১১ রকমের হাতের লেখা, কিশোরীর কীর্তিতে অবাক নেটিজেনরা
জানা গিয়েছে, তাঁরা দুজনেই মার্কিন দেশের বাসিন্দা। ভাড়াটে মহিলার নাম নিক। নিজের মাসিক বাড়িভাড়ার একটি রসিদ সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নিয়েছিলেন তিনি। আর তাতেই দেখা গিয়েছে, পোষ্যের জন্য রয়েছে একটি আলাদা অংশ। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পোষ্য হিসেবে মাছ রাখতে পারবেন কোনও ভাড়াটে। তবে কোনও হিংস্র পোষ্য বাড়িতে রাখা চলবে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বাড়িতে পোষ্য রাখার ক্ষেত্রে আরও শর্ত জুড়ে দিয়েছেন ওই বাড়িওয়ালা। আর সে কথাও রসিদে স্পষ্ট উল্লেখ করা রয়েছে। সেখানে জানানো হয়েছে, পোষ্য হিসেবে মাছ রাখলেও তার জন্য প্রত্যেক মাসে আরও ১৫ ডলার করে বাড়তি ভাড়া দিতে হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে বারোশো টাকা। তবে ওই ভাড়া একবারে দিয়ে দিলে কিছুটা ছাড় মিলবে। সেক্ষেত্রে দিতে হবে একসঙ্গে ২০০ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় মোটামুটি সাড়ে ষোল হাজার টাকা।
আরও শুনুন: নিপুণ দক্ষতায় হিরের নেকলেস চুরি করে পালাল ইঁদুর, সিসিটিভি ফুটেজ দেখে তাজ্জব পুলিশ
এই রসিদের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন ওই ভাড়াটে মহিলা। এহেন দাবিদাওয়ার চোটে তিনি যে কী পরিমাণ হতভম্ব হয়ে গিয়েছেন, ছবির অভিব্যক্তিতে সে কথাই বুঝিয়ে দিয়েছেন তিনি। একটিমাত্র গোল্ডফিশ রাখার জন্যই যে এই বিপুল টাকা ভাড়া গুনতে হবে তাঁকে, এমনটা ভাবতেই পারেননি তিনি। আর তাঁর মতোই বেহাল দশা নেটিজেনদেরও। ওই বাড়িওয়ালার এই বাড়তি চাহিদা কি নিছকই লোভ, নাকি তিনি আসলে যুক্তিবুদ্ধিরই ধার ধারেন না, সে কথাই ভাবছেন নেটিজেনরা।