নিয়োগ দুর্নীতি মামলায় ফের ১৪ দিনের জেল হেফাজতে তৃণমূল নেতা কুন্তল ঘোষ। ফের পুলিশ হেফাজতে নওশাদ সিদ্দিকি। গরু পাচার মামলায় জামিনের আবেদন করলেন না অনুব্রত মণ্ডল। ফের ১৪ দিনের জেল হেফাজতে তৃণমূল নেতা। আরও বড় পতন আদানি গোষ্ঠীর। মোট ১২৪ বিলিয়ন সম্পত্তি খোয়ালেন শিল্পপতি। ‘বাংলায় সংখ্যালঘুরা বঞ্চিত’, দাবি দিলীপ ঘোষের। বিবিসির তথ্যচিত্রে ‘সেন্সর’ কেন? কেন্দ্রের বক্তব্য জানতে চেয়ে নোটিস সুপ্রিম কোর্টের।
হেডলাইন:
আরও শুনুন: 2 ফেব্রুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- আদানি ইস্যুতে খোঁচা, বাজেট নিয়েও কেন্দ্রকে ফের তোপ মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 1 ফেব্রুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- আয়করে বড় বদল বাজেটে, ‘গরিব-বিরোধী’ বাজেট বলে তোপ মমতার
বিস্তারিত খবর:
1. বিশ্বের ধনীতম ব্যক্তিদের ২০জনের তালিকা থেকেও এবার ছিটকে গেলেন শিল্পপতি গৌতম আদানি। এখনও পর্যন্ত ১২৪ বিলিয়ন ডলার সম্পত্তি খুইয়েছেন তিনি। গত মাসের মাঝামাঝি সময়েও যা ছিল ৬১ বিলিয়নের সামান্য বেশি। পরিসংখ্যান বলছে, এটাই নাকি সংস্থার রেকর্ড ক্ষতি। এর আগে ৩১ জানুয়ারি বিশ্বের সবচেয়ে ধনী ১০ জনের মধ্যে থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর ফেব্রুয়ারির তিনদিনের মধ্যেই আরও পিছনে চলে গেলেন আদানি গোষ্ঠীর কর্ণধার।
হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই ধস নেমেছে আদানির শেয়ার বাজারে। শেয়ার বাজারে রক্তক্ষয়ের মধ্যে ২০ হাজার কোটি টাকার FPO বাজারে ছেড়েছিল আদানিরা। সেই শেয়ার পুরোপুরি বিক্রিও হয়ে গিয়েছিল। কিন্তু লাগাতার দর পড়ায় বিনিয়োগকারীদের মোটা অঙ্ক লোকসানের আশঙ্কা তৈরি হয়েছিল। তাই একপ্রকার মুখ বাঁচাতে FPO প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আদানি গোষ্ঠী। আর শুক্রবার তাদের শেয়ারে আরও পতন। আদানি গ্রুপের এই লোকসানের জেরে ধুঁকছে তাদের শেয়ার হোল্ডার সংস্থাগুলি। এদিকে, হিন্ডেনবার্গ রিপোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আদানি গোষ্ঠীর তরফে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী এমএল শর্মা।
2. প্রভাবশালী তত্ত্বই কাঁটা। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন না হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। ১৪ দিনের জন্য নেতার ফের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি ফের আদালতে পেশ করা হবে তাঁকে। জেল হেফাজতে থাকাকালীন জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারবেন ইডি আধিকারিকরা। তদন্তকারীদের আরজিতে সায় দিয়ে এমনই জানাল আদালত।
জেল হেফাজত শেষে শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় কুন্তলকে। তার আগে বিধাননগরে মহকুমা হাসপাতালে দাঁড়িয়ে কার্যত বোমা ফাটান যুব তৃণমূল নেতা। তিনি দাবি করেন, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল বিজেপিতে যুক্ত। কুন্তলের আইনজীবী আদালতে জানান, “গত বছরের ৭ ডিসেম্বর যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানে ৬ অভিযুক্তের তালিকায় তাপস মণ্ডলের নাম রয়েছে। অথচ তাপসকে এখনও ইডি বা কোনও সংস্থা গ্রেপ্তার করেনি।” কুন্তলের বাড়ি থেকে কোনও টাকা পাওয়া যায়নি, সুতরাং এই মামলায় PMLA আইন প্রযোজ্য নয় বলেই দাবি তাঁর। এদিকে অভিযুক্তের বাড়ি তল্লাশি এবং জিনিসপত্র বাজেয়াপ্ত করার চারদিনের মধ্যে আদালতে যে সিজার লিস্ট জমা দেওয়ার নিয়ম, তাও এক্ষেত্রে ইডি জমা দেয়নি বলে দাবি কুন্তলের আইনজীবীর। পালটা ইডির দাবি, “১৩০ জন প্রার্থীর থেকে ৮ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। পার্থর বাড়ি থেকে যে ৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে তার মধ্যে কুন্তলের দেওয়া টাকাও আছে। কুন্তল এবং তার সহযোগীদের মাধ্যমে পার্থ চট্টাপাধ্যায় ও অন্যান্য প্রভাবশালীদের কাছে টাকা গিয়েছে।” দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর কুন্তলের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।