লোকসভা ভোটের আগে বাজেটে চমক কেন্দ্রের। আয়করে বিরাট ছাড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। মহিলাদের জন্য শুরু সঞ্চয়ের নয়া প্রকল্প। দাম বাড়ল মহার্ঘ ধাতু, সিগারেটের। কমতে পারে টিভি, ফোনের দাম। যুবসমাজের কর্মসংস্থানেরও ঘোষণা নির্মলার। ‘গরিববিরোধী বাজেট’ বলে কেন্দ্রকে তোপ মমতার। নির্মলা সীতারমণকে পালটা অভিনন্দন মোদি-সহ গেরুয়া শিবিরের। অমর্ত্য সেনের জমি নিয়ে বিতর্কে নয়া পদক্ষেপ। এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। পালটা বিশ্বভারতীর।
হেডলাইন:
আরও শুনুন: 31 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- নথিতেও নেই বিশ্বাস, মুখ্যমন্ত্রীকে পালটা বিশ্বভারতীর উপাচার্যের
বিস্তারিত খবর:
1. ২০২৪ লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে কল্পতরু নির্মলা সীতারমণ। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বড় অঙ্কের করছাড়ের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হল এবারের বাজেটে। শুধু তাই নয়, করছাড়ের সর্বোচ্চ পরিমাণ ২ লক্ষ থেকে বেড়ে দাঁড়াল ৩ লক্ষ টাকা। মুদ্রাস্ফীতি আর মূল্যবৃদ্ধির জেরে কাবু মধ্যবিত্তের প্রত্যাশা মেনেই করকাঠামো বদলের এই ঘোষণা অর্থমন্ত্রীর। নয়া বাজেট অনুযায়ী, ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। ৩-৬ লক্ষ আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। তবে এই স্ল্যাবে যারা করছাড়ের আওতায় পড়বেন, তাঁদেরও কোনও আয়কর দিতে হবে না। ৬-৯ লক্ষ আয়ে আয়কর দিতে হবে ১০ শতাংশ। ৯-১২ লক্ষ আয়ে কর ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ আয়ে কর ২০ শতাংশ। ১৫ লক্ষ টাকার বেশি আয়ে কর দিতে হবে ৩০ শতাংশ। আইটি রিটার্ন ফাইল করার প্রক্রিয়াতেও সরলীকরণ করেছে কেন্দ্রের অর্থমন্ত্রক। তবে কেউ চাইলে পুরনো রীতিতেও কর দিতে পারেন। এদিকে সঞ্চয়ের ক্ষেত্রেও মহিলা ও বয়স্কদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করেছেন নির্মলা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এতদিন আয়কর ছাড় ছিল ১৫ লক্ষ টাকা। কিন্তু এবার থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা। ‘মহিলা সম্মানপত্র’ নামে মহিলাদের জন্যও আনা হল স্বল্পসঞ্চয় প্রকল্প। এই প্রকল্পে ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত ৭.৫ হার সুদে সর্বোচ্চ ২ লক্ষ টাকা জমা রাখতে পারবেন মহিলারা।
2. বুধবারের বাজেট বক্তৃতার শুরুতেই আত্মনির্ভর ভারতের বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মধ্যবিত্তের জন্য একগুচ্ছ নয়া সুযোগসুবিধার কথাও ঘোষণা করেছেন তিনি। মধ্যবিত্তের কথা মাথায় রেখেই রেলের জন্য ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। দেশের ইতিহাসে রেলের পাওয়া সর্বোচ্চ বরাদ্দ এটিই। প্রতিরক্ষা খাতে এবারের বরাদ্দ ৫.৯৪ লক্ষ কোটি, গত বছরের তুলনায় যা বাড়ল ১৩ শতাংশ। স্বাস্থ্যখাতে বরাদ্দ বেড়েছে ১৩৫ শতাংশ, ১৫৭টি নতুন নার্সিং কলেজ তৈরির ঘোষণাও করা হয়েছে। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৭৯ হাজার কোটি টাকা। শিক্ষার মান উন্নত করতে ঘোষণা করা হয়েছে জাতীয় ডিজিটাল লাইব্রেরি তৈরিরও। পাশাপাশি অর্থমন্ত্রী জানিয়েছেন, দাম কমতে পারে টিভি, চিমনি, মোবাইল ফোনের। কারণ দেশে টিভি তৈরির জন্য যন্ত্রাংশের আমদানি শুল্কের উপর ২.৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেইসঙ্গে ক্যামেরা লেন্স, ব্যাটারি-সহ একাধিক জিনিসের দাম কমতে পারে। বস্ত্র ও কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমদানি কর ২১ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে। সাইকেল, ইলেকট্রিক গাড়ির দাম কমবে বলেও ঘোষণা অর্থমন্ত্রীর। তবে বাড়বে বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম। কেন্দ্রীয় বাজেটের পরে দাম বাড়ছে সিগারেটের। একধাক্কায় ১৬ শতাংশ বাড়তে পারে সিগারেটের দাম। মহার্ঘ হয়েছে মূল্যবান ধাতু। সোনা, রুপো, প্ল্যাটিনামের মতো ধাতুর দাম বাড়ায় গয়না ও বাসনের দাম বাড়ছে। যদিও মোদি সরকারের দ্বিতীয় জমানা পূর্তির আগেই হিরের দাম মধ্যবিত্তের নাগালে আনার ইঙ্গিত মিলেছে বাজেটে। দেশি খেলনার দাম কমলেও চিন থেকে আমদানি করা খেলনার উপরে শুল্ক বাড়ানো হয়েছে। এদিকে দেশের যুবসমাজের শিক্ষা, কর্মসংস্থান এবং কৃষকদের নিয়ে সরকারি উদ্যোগের কথাও এদিন বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।