সময় এগোচ্ছে। দেশও এগোচ্ছে। তবু জনস্বাস্থ্য বিশেষত মহিলাদের স্বাস্থ্য নিয়ে দেশবাসীর যেন তেমন হেলদোল নেই। সম্প্রতি তা নিয়েই প্রশ্নই তুললেন এক মহিলা। কী ঘটেছিল তাঁর সঙ্গে? শুনে নিন।
বান্ধবীকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন এক মহিলা। যেমন-তেমন সিনেমাহল নয়। রীতিমতো নামকরা এক মাল্টিপ্লেক্স চেনের স্ক্রিনেই টিকিট কেটেছিলেন তাঁরা। সকলেই প্রায় জানেন, সিনেমা দেখার ব্যবস্থায় প্রায় আমূল বদল এনেছে এই মাল্টিপ্লেক্সগুলি। দর্শকের স্বাচ্ছন্দ্যের দিকে তাঁদের তীক্ষ্ণ নজর। পরিচ্ছন্নতা বা নিয়ম-শৃঙ্খলার দিক থেকেও এখানকার ব্যবস্থাপনা সাধুবাদ যোগ্য। কিন্তু যদি মহিলাদের স্বাস্থ্যের কথা ওঠে, তাহলে দেখা যাচ্ছে, এত ঝাঁ চকচকে ব্যবস্থার মধ্যেও কিন্তু খামতি রয়ে গিয়েছে। তাই-ই টের পেলেন ওই মহিলা।
আরও শুনুন: কনে নেড়া হলে তবেই বিয়েতে রাজি পাত্র, অদ্ভুত প্রথার নেপথ্য কারণ চমকপ্রদ
সিনেমা চলাকালীন আচমকাই ঋতুস্রাব শুরু হয় মহিলার ওই বান্ধবীর। ঘটনার জন্য তাঁরা কেউই প্রস্তুত ছিলেন না। অগত্যা বাইরে বেরিয়ে স্যানিটারি প্যাডের খোঁজ করেন তাঁরা। কিন্তু তন্নতন্ন করেও খুঁজেও গোটা চত্বরে প্যাডের হদিশ পাননি তাঁরা। কর্তব্যরত কর্মীরাও তাঁদের সাহায্য করতে পারেননি এই বিষয়ে। এরপরই ট্যুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ওই মহিলা। ঋতুস্রাব এবং মহিলাদের স্বাস্থ্য নিয়ে আমরা যে এখনও কতটা কম চিন্তা-ভাবনা করি, এই ঘটনাই তাঁর প্রমাণ বলে দাবি করেছেন মহিলা। তাঁর প্রশ্ন, পাবলিক স্পেসে কি স্যানিটারি প্যাড রাখা উচিত নয়? নেটদুনিয়ায় তাঁকে সমর্থন করেছেন বহু মহিলাই। জনৈক মহিলা জানিয়েছেন, এরকমের সমস্যায় তিনিও পড়েছিলেন। যখন এয়ারপোর্টে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন ছিল না, তখন সিকিউরিটি চেকের পরই তাঁর ঋতুস্রাব শুরু হয়। কিন্তু কোথাও স্যানিটারি প্যাড পাননি তিনি, কেউ এ ব্যাপারে সাহায্যও করতে পারেননি। ফার্মসিও খোলা ছিল না, অগত্যা টিস্যু ব্যবহার করে সে যাত্রা উদ্ধার পেয়েছিলেন তিনি। মহিলার মত, সমস্ত পাবলিক স্পেসেই স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন থাকা উচিত।
This is just a random story but it made me think ? I was at PVR this morning for a movie with a friend. She got her period randomly and couldn’t find any sanitary pads or products at PVR.
— peanut🥰👌 (@krispycrabb) January 29, 2023
Anyway we asked around in the washroom, staff members, and janitors if they could help us out but no luck. I think it’s high time that this change needs to be spoken of as well as implemented.
— peanut🥰👌 (@krispycrabb) January 29, 2023
যে মহিলা ট্যুইটারে এই প্রসঙ্গ তুলেছিলেন, তিনিও জানিয়েছেন, মানসিকতার সামান্য পরিবর্তন করলেই এতবড় সমস্যার সমাধান হয়। বড় বড় জায়গায় যে মহিলারা কাজ করেন, তাঁরাও এই অসুবিধার মুখে পড়তে পারেন। ফলে, স্যানিটারি প্যাড যে একটি প্রয়োজনীয় জিনিস, তা সব প্রতিষ্ঠানেরই মনে রাখা উচিত। মহিলাদের স্বাস্থ্য বিশেষত ঋতুকালীন সময়কার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে যে সচেতনতা আরও বাড়া উচিত, এই ঘটনা যেন সে কথাই মনে করিয়ে দিচ্ছে।