খুঁজতে গিয়েছিলেন প্রেম। বদলে পেলেন চাকরি। তাও আবার সদ্য আলাপ হওয়া তরুণীর কাছ থেকেই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক ঘটনা, যেখানে ডেটিং অ্যাপ থেকে চাকরির সুযোগ পেয়েছেন এক ব্যক্তি। কীভাবে সম্ভব হল এই কাণ্ড? আসুন, শুনে নিই।
চাকরি পাওয়ার খবর দিয়ে প্রেমিকা বেলা বোসকে তার প্রেমিক জানিয়েছিল, “সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মা-কে বলে দাও বিয়ে তুমি করছ না…”। অঞ্জন দত্তের বিখ্যাত বাংলা গানের লাইন হোক কিংবা কোনও সিনেমার গল্প, প্রেমের সঙ্গে চাকরির অবশ্যই একটা যোগসূত্র আছে। নিজের পায়ে দাঁড়ানোর পরেই না প্রেম টিকিয়ে রাখার সাহস পান প্রেমিক-প্রেমিকারা! তবে খোদ হবু প্রেমিকাই যদি নয়া চাকরির সুযোগ দেন? তাহলে তো সোনায় সোহাগা। সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থাকল নেট দুনিয়া। যেখানে দেখা গিয়েছে ডেটিং অ্যাপে সদ্য আলাপ হওয়া তরুণীর থেকে চাকরির সুযোগ পেয়েছেন এক যুবক।
আরও শুনুন: ‘সরকারি চাকুরে পাত্রী চাই’, বিয়ের জন্য পোস্টার হাতে রাস্তায় ধরনা ব্যক্তির
নতুন বন্ধু, কিংবা নতুন প্রেম খোঁজার জন্য ডেটিং অ্যাপের জুড়ি মেলা ভার। বর্তমান যুগের অধিকাংশ যুবক-যুবতীই এই ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তেমনই নতুন সঙ্গীর আশায় ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলেন আদনান খান নামে এক যুবক। স্বাভাবিক ভাবেই সেখানে অনেক নতুন মানুষের সঙ্গে তাঁর আলাপ হয়। তাঁদেরই মধ্যে মানবসম্পদ বিভাগে কর্মরত এক তরুণীর সঙ্গেও তাঁর আলাপ হয়। কথাবার্তার ফাঁকে আদনান জানতে পারেন, ওই তরুণী একটি স্টার্ট আপ সংস্থার মানবসম্পদ বিভাগে কর্মরত। এ কথা জানার পর তিনিও যে চাকরি খুঁজছেন তা তরুণীকে বলেন আদনান। একইসঙ্গে জানিয়ে দেন, তিনি ইলেক্ট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর পাশ করেছেন। প্রত্যুত্তরে তরুণীও কিছু প্রশ্ন করেন আদনানকে। জানতে চান কী ধরনের কাজ করতে স্বচ্ছন্দ ওই যুবক। এরপরই নাকি তাঁর সংস্থায় আদনানকে ইন্টারভিউ দেওয়ার প্রস্তাব দেন ওই তরুণী।
আরও শুনুন: ডুবে যাওয়া শিশুর দেহ ফিরিয়ে দিল কুমির, হতবাক উদ্ধারকর্মীরা
এমন অদ্ভুত অভিজ্ঞতার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন আদনান। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরাও। অনেকেই এই কাণ্ড দেখে হাসির রোল তুলেছেন। অনেকের কাছে আবার এই পদক্ষেপ খুবই স্মার্ট মনে হয়েছে। এ প্রসঙ্গে কেউ আবার চাকরি খোঁজার অ্যাপের সঙ্গে ডেটিং অ্যাপের তুলনা টেনেছেন। তবে যতই হোক, প্রেম খুঁজতে গিয়ে চাকরির সুযোগ পাওয়া সত্যিই বিরল ঘটনা। রূপকথার গল্পে রাজত্বের সঙ্গে ফাউ হিসেবে রাজকন্যা জুটে যেত কারও কারও বরাতে। আর এক্ষেত্রে যেন ঘটল উলটো কাণ্ড। হবু প্রেমিকার সঙ্গেই চাকরিও এসে ধরা দিল ওই যুবকের হাতে।