ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান। যার বেশ কিছু অংশ জুড়ে যাবে ভারতের সঙ্গেও। দেশের ৭৪তম সাধারণতন্ত্র দিবসে এমনই বিস্ফোরক মন্তব্য শোনা গেল যোগগুরু বাবা রামদেবের মুখে। কিন্তু হঠাৎ কোন প্রসঙ্গে এমন কথা বললেন তিনি? আসুন, শুনে নিই সে কথা।
ধর্মের ভিত্তিতে দেশকে একজোট করার দাবি তুলে প্রায়শই সরব হন হিন্দুত্ববাদীরা। একই সুর শোনা যায় কোনও কোনও ধর্মগুরুর গলাতেও। সনাতন ধর্মকে হাতিয়ার করে মাঝে মাঝেই বিধর্মীদের উদ্দেশে তোপ দাগেন তাঁরা। এবার সেই তালিকায় নয়া সংযোজন যোগগুরু বাবা রামদেব। সনাতন ধর্মকে সামনে রেখেই পাকিস্তান সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন যোগগুরু। তাঁর মতে শীঘ্রই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান। আর তার কিছু অংশ ফের ফিরে পাবে ভারত। স্বাধীনতার সময় দেশভাগের কারণে পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল ভারতের থেকে। এবার ফের তার কিছু অংশ পুনরুদ্ধার করে শক্তি সঞ্চয় করবে ভারত, এমনটাই মত বাবা রামদেবের।
আরও শুনুন: যোগা করেন যে মহিলারা তাঁরাই বেশি ঠকান সঙ্গীকে! আজব সমীক্ষায় অবাক নেটিজেনরা
কখনও সাম্প্রদায়িক মন্তব্য তো কখনও মেয়েদের পোশাক নিয়ে কটাক্ষ, রামদেব বাবার কথায় বারেবারে উসকে উঠেছে বিতর্ক। ভারতমাতার জয়, এই স্লোগানের বিরোধিতা করলে মাথা কেটে নেওয়ার ফরমান পর্যন্ত জারি করেছিলেন তিনি। এবার ফের পাকিস্তান টুকরো হয়ে যাওয়ার জিগির তুলে খবরের শিরোনামে এসেছেন এই যোগগুরু। সম্প্রতি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই এহেন বিস্ফোরক দাবি জানিয়েছেন তিনি। রামদেবের মতে, শীঘ্রই চারটি টুকরোয় ভেঙে যাবে দেশটি। মুক্ত হবে পাক-অধিকৃত কাশ্মীর এবং তা ফের ভারতের সঙ্গে যুক্ত হবে। এ ছাড়াও বালোচিস্তান এবং পাকিস্তানে থাকা পাঞ্জাবের অংশটিও স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। এই দুই স্বাধীন রাষ্ট্রও পরবর্তীকালে ভারতের সঙ্গেই জুড়ে যাবে বলে কার্যত ভবিষ্যদ্বাণী করেছেন যোগগুরু।
আরও শুনুন: অন্তর্বাসের নেই লিঙ্গভেদ! প্যান্টি পরে এবার প্রথা ভাঙলেন পুরুষ মডেল
সম্প্রতি হিন্দুরাষ্ট্র গঠনের ধুয়ো তুলে সরব হয়েছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী নামে আরও এক ধর্মগুরু। নিজের বক্তব্যে সেই ইস্যু টেনেই হিন্দু জাগরণের ডাক দিয়েছেন বাবা রামদেব। পাকিস্তান ভেঙে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি তুলে আসলে সেই হিন্দুরাষ্ট্র সম্প্রসারণের কথাই বলতে চাইলেন যোগগুরু। সব মিলিয়ে, পরোক্ষে হিন্দুত্ববাদী সংগঠনগুলির সুরে সুর মিলিয়েই বিতর্ক উসকে দিয়েছেন বাবা রামদেব।