বিচ্ছেদ শব্দটি এমনিতে যেন বড্ড ভারী। ভয়-দেখানো। কিন্তু ঠিক তার উলটো কথাই বলছেন এই মহিলা। তাই বিবাহবিচ্ছেদের চার বছর পর সেই ঘটনাকেই রীতিমতো উদযাপন করলেন তিনি। আসুন, শুনে নেওয়া যাক।
‘লাভ আজ কাল’ সিনেমায় দেখা গিয়েছিল, প্রেম ভাঙার ঘটনাটিকেও উদযাপন করেছিলেন নায়ক নায়িকা। তাঁদের বক্তব্য ছিল, বিচ্ছেদ মানেই খারাপ কিছু, এই ধারণাকে ভেঙে ফেলতে হবে। সম্পর্কে থাকার দরুন যেমন বিভিন্ন মুহূর্তের উদযাপন করার চল রয়েছে, সেইরকম সম্পর্কে বিচ্ছেদ ঘটলে তারও উদযাপন চলতেই পারে। খানিকটা সেই সুরেই যেন কথা বলেছেন এই তরুণীও। বিচ্ছেদের মুহূর্ত নয়, তার চার বছর পরেও সেই দিনটিকে উদযাপন করেছেন তিনি। বিবাহবার্ষিকীর মতো একে বিচ্ছেদবার্ষিকী বলে অভিহিত করেছেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় সেই উদযাপনের ছবি পোস্ট করে এই বিষয় সংক্রান্ত সামাজিক ট্যাবুকেও উড়িয়ে দিয়েছেন তিনি।
ঠিক কী জানিয়েছেন ওই তরুণী?
আরও শুনুন: চলন্ত মেট্রোয় হঠাৎ হাজির ‘ভুলভুলাইয়া’র মঞ্জুলিকা, দেখে পড়িমরি দৌড় যাত্রীদের
সোশ্যাল মিডিয়ার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর নাম শাশ্বতী সিভা। ২০১৯ সালে বিয়ে ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি। আর এরপর থেকে প্রত্যেক বছর এই বিশেষ দিনটি পালন করে আসছেন তিনি। কিন্তু কেন এই দিনটি তাঁর কাছে বিশেষ তাৎপর্যের? তার উত্তরও দিয়েছেন ওই তরুণী নিজেই। তাঁর কথায়, ওই দিনটি তাঁর কাছে মুক্তির মতো। এরপর থেকে প্রত্যেক দিন জীবনের কাছে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। আর এই চার বছরে তিনি এমন অনেক কিছুই করেছেন, যা এর আগে করার কথা ভাবতেও পারেননি। একদিকে বিচ্ছেদের পর কোনও মহিলার প্রতি সমাজের মনোভাব কেমন হয়, সে কথা ভালভাবেই টের পেয়েছেন তিনি। আর সেই কারণেই এই ট্যাবু ভাঙার একরকম দায় অনুভব করেন বলে জানিয়েছেন ওই তরুণী। নিজের থেরাপি নিয়ে বরাবরই সোচ্চার তিনি। এই বিষয়ে অসংখ্য ভিডিও করেছেন তিনি, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন নামকরা টক শো এবং মিডিয়াতেও বক্তব্য রেখেছেন তিনি। ‘ডিভোর্স ইজ নর্মাল’, এই নামে একটি বইও লিখে ফেলেছেন তিনি। পাশাপাশি নিজের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার দিকটিতেও সমান জোর দিয়েছেন ওই তরুণী। সবচেয়ে বড় কথা, এই বিচ্ছেদের দরুনই তিনি একা থাকতে শিখেছেন, শিখেছেন একার সঙ্গ উপভোগ করতেও। নিজের পোস্টে খোলা গলায় এই সব কথাই স্বীকার করে নিয়েছেন ওই তরুণী।
আরও শুনুন: ৫৭ সন্তানের ‘জনক’, তবু বিয়ের পাত্রী পেতে নাজেহাল বাস্তবের ‘ভিকি ডোনার’
আসলে জীবন যে কতখানি দামি, চার বছর আগে সে কথা বুঝতে শুরু করেছিলেন তিনি। আর বিচ্ছেদবার্ষিকী পালন করে আরও একবার সে কথাই প্রকাশ করেছেন ওই তরুণী।