মনে করুন, অল্পের জন্য আপনি কোনও বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন। কিংবা লটারিতে মোটা অঙ্কের টাকা জিতলেন। বাস্তবে এরকম কিছু ঘটলে নিশ্চয়ই নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন আপনি। কিন্তু একবার ভেবে দেখুন তো সারারাত একটা বিষধর কেউটে সাপের পাশে আপনি ঘুমোলেন। আর সকালে দেখলেন সাপটা কিছু না করে ঘর থেকে চলে যাচ্ছে। কী, এর থেকে বড় ভাগ্যের আর কিছু হতে পারে? বাস্তবেই ঘটেছে এমন এক কাণ্ড! আসুন শুনে নিই।
ঘুম থেকে উঠে আবিষ্কার করলেন তাঁবু থেকে বেরিয়ে যাচ্ছে একটা সাপ। কৌতূহলের বশে সেই সাপের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন। কিন্তু সেই ছবি দেখে নেটিজেনরা যা জানাল, তাতে চক্ষু চড়কগাছ হতে বাধ্য! নেটিজেনদের মতে এই সাপ নাকি অতীব বিষধর কেউটের এক প্রজাতি! ভাগ্যবান না হলে কারও পক্ষে সারারাত এই সাপের সঙ্গে কাটিয়ে বেঁচে থাকারই কথা নয়!
আরও শুনুন: চলন্ত মেট্রোয় হঠাৎ হাজির ‘ভুলভুলাইয়া’র মঞ্জুলিকা, দেখে পড়িমরি দৌড় যাত্রীদের
অথচ দিব্যি বেঁচে আছেন ডাচা নামে ওই ব্যক্তি। থাইল্যান্ডেই তাঁর বাস। এক জঙ্গলের মধ্যে তাঁবু খাটিয়ে রাত কাটিয়েছিলেন ডাচা। সকালে উঠে তাঁবু খুলতে গিয়ে দেখেন ভিতর থেকে একটি সাপ বেরিয়ে যাচ্ছে। কৌতূহল বশত সেই সাপের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। ক্যাপশনে মজা করে লেখেন সারারাত এই এই সঙ্গীর সঙ্গে কাটিয়েছেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ছবিটি নেটিজেনদের নজরে আসে। আর তা দেখার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। আসলে ওই সাপ কোনও সাধারণ প্রজাতির সাপ ছিল না। নেটিজেনদের মতে, ওই সাপটি অত্যন্ত বিষধর স্পিটিং কোবরা। কেউটে প্রজাতির মধ্যে যাকে সবথেকে বিষাক্ত হিসেবে মনে করা হয়। এই সাপের এক কামড়েই যে কোনও প্রাণীর মৃত্যু অনিবার্য। তবে শুধু কামড়ানো নয়, দূর থেকেও বিষ ছুড়তে পারে এই বিশেষ প্রজাতির সাপটি। অনেকটা থুতু ছেটানোর মতো নির্দিষ্ট লক্ষ্যে বিষ ছিটিয়ে দিতে পারে এই ভয়ঙ্কর সাপ। তাই এরকম বিষাক্ত সাপ সারারাত তাঁবুর মধ্যে ছিল, এ কথা জেনে আতঙ্কিতই হয়েছেন নেটিজেনরা। একটু এদিক ওদিক হলে ডাচার কপালে যে সাক্ষাৎ মৃত্যু লেখা ছিল, তা সকলেই জানেন।
আরও শুনুন: টাকা গুনতেই জানে না পাত্র, বিয়ের আসরে জানা মাত্র বিয়ে ভাঙলেন কনে
তাঁর সৌভাগ্য যে বিপজ্জনক কিছুই ঘটেনি। আর তাই অনেকেই ডাচা-কে বিশ্বের সবথেকে ভাগ্যবান ব্যক্তির তকমা দিয়েছেন। যদিও এমন ঘটনা নতুন নয়। ওই অঞ্চলের বাসিন্দারা প্রায়শই তাঁদের এলাকায় এই বিষধর সাপের দেখা পান। কখনও এই সাপ তাঁদের বাড়িতেও ঢুকে পড়ে। তবে সাপের উপস্থিতি টের পেলে তড়িঘড়ি চম্পট দেন বাসিন্দারা। তাই ডাচা নামে ওই ব্যক্তির সারারাত সাপের সঙ্গে কাটানোর ঘটনায় বেশ অবাকই হয়েছেন সকলেই।