দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি বানিয়েছেন এক ব্যবসায়ী। তবে যেমন-তেমন মূর্তি নয়য়। দেশবাসীর সামনে ‘সোনার মোদি’কে এনে হাজির করেছেন তিনি। আর এর সঙ্গে যোগ রয়েছে গুজরাটের গেরুয়া ঝড়ের। আসুন শুনে নিই এই সোনার মূর্তির নেপথ্য কাহিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবক্ষ মূর্তি বানিয়েছেন এক ব্যক্তি। যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সকলেই। ভাবছেন, এতে চমকের কী আছে? বটেই তো। যাঁর মূর্তি ঠাঁই পেয়েছে মাদাম তুসো-র মোমের মূর্তির সংগ্রহশালায়, আর কোন মূর্তি তাঁকে আশ্চর্য করবে! চমক সেখানেই। নরেন্দ্র মোদির এই নতুন স্ট্যাচুটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ সোনা দিয়ে।
আরও শুনুন: সেঁকার আগে রুটির উপর থুতু ছিটিয়ে দিচ্ছেন রাঁধুনি! ভিডিও দেখে ক্ষোভ উগরে দিলেন নেটিজেনরা
কখনও স্বাধীনতা সংগ্রামী, আবার কখনও ধর্মীয় মহাপুরুষ- প্রধানমন্ত্রীর মেয়াদকালে দেশবাসীকে একাধিক মূর্তি উপহার দিয়েছেন নরেন্দ্র মোদি। তা নিয়ে বিরোধী শিবির কটাক্ষও করেছে। তবু এইসব কাজের সুবাদে অনেকের কাছেই তিনি অনুপ্রেরণা। তাঁর কর্তব্যে অবিচল থাকার মন্ত্রে উদ্বুদ্ধ হন অনেকেই। শুধুমাত্র বিজেপির সমর্থকই নন, দল মত নির্বিশেষে অনেকেই ‘ব্যক্তি মোদি’-কে সম্ভ্রম করেন। সেইরকমই এক মোদিভক্ত স্বর্ণ ব্যবসায়ী তাঁকে সম্মান জানাতে তৈরি করেছেন এই অভিনব মূর্তি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নরেন্দ্র মোদির সোনার তৈরি আবক্ষ মূর্তির ছবি ও ভিডিও। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরাও।
কিন্তু হঠাৎ এমন মূর্তি কেন বানালেন তিনি?
আরও শুনুন: সেনার পোশাকেই স্যালুট রাহুলকে, বিতর্কের মুখে কী জবাব ব্যক্তির?
জানা গিয়েছে, গুজরাট নির্বাচনে বিজেপির জয়ের স্মারক হিসেবে এই মূর্তি বানিয়েছেন তিনি। তাই এই মূর্তির মাধ্যমে সেই ঘটনাকেই স্মরণীয় করে রাখতে চান তিনি। গুজরাটের এই নির্বাচনে ১৮২ টি আসনের মধ্যে ১৫৬ টি আসনে জয় পায় বিজেপি। সেই কারণে মূর্তির ওজনও রাখা হয়েছে ১৫৬ গ্রাম। মূলত ১৮ ক্যারাটের সোনা ব্যবহার করা হয়েছে এই মূর্তিটির নির্মাণের জন্য। যা তৈরি করতে প্রায় তিন মাস ধরে কাজ করেছেন ২০ জন শিল্পী। তবে মূর্তিটির বাজার মূল্য কত হবে সে ব্যাপারে কিছুই বলেননি মূর্তির নির্মাতা। তাঁর মতে, একজন মোদিভক্ত হিসেবে এই মূর্তি তিনি বানিয়েছেন। তাই প্রধানমন্ত্রীকেই এই মূর্তি উৎসর্গ করেছেন তিনি। আপাতত এটি বিক্রি করার কোনও পরিকল্পনা নেই তাঁর। তবে অনেকেই এই মূর্তি কেনার জন্য আগ্রহ প্রকাশ করায় তিনি জানিয়েছেন, মূর্তিটিতে প্রায় ১১ লক্ষ টাকার সোনা ব্যবহার করা হয়ছে। ইতিমধ্যেই এই মূর্তিটি মুম্বইয়ের এক প্রদর্শনীতে সর্বসমক্ষে আনা হয়েছিল। সেখানেই ‘সোনার মোদি’র চমকে আরও চমকেই উঠেছেন প্রতক্ষ্যদর্শীরা।