শিক্ষকদের মর্জিমাফিক বদলি নয়। গাইডলাইন মেনে যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দপ্তর। নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা, রায় আদালতের। জনসংযোগ বাড়াতে ফের মেঘালয় সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলংয়ে জনসভা আগামী ২৪ জানুয়ারি। ঝালদা পুরসভার অস্থায়ী চেয়ারপার্সন হলেন কংগ্রেসের পূর্ণিমা কান্দু। রাজাশেখর মান্থার এজলাসে ফের গরহাজির আইনজীবীরা। প্রস্রাব-কাণ্ডের গাফিলতির দায়ে সংস্থাকে ৩০ লক্ষ টাকা জরিমানা ডিজিসিএ-র।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. রাজ্যে শিক্ষক বদলির ক্ষেত্রে কড়া পদক্ষেপ কলকাতা হাই কোর্টের। গাইডলাইন মেনে এবার থেকে যে কোনও শিক্ষককে যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দপ্তর। শুক্রবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শের পর এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, “কোনও জঙ্গল আইন চলতে পারে না। যত শিক্ষক বদলির মামলা আছে এবার থেকে এই আইন প্রয়োগ করবেন। কলকাতার শূন্য ছাত্রের স্কুলের শিক্ষককে হাওড়ায় যেতেই হবে।”
গত মাসেই পুরুলিয়ার এক স্কুলের শিক্ষক বদলির মামলায় বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন মামলাকারীরা। সেদিন পড়ুয়াদের শিক্ষার অধিকার নিয়ে সরব হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রসঙ্গেই এবার নতুন গাইডলাইনের কথা জানিয়ে দিল হাই কোর্ট। দ্রুত এই প্রক্রিয়া কার্যকর করতে শিক্ষা দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। শিক্ষা দপ্তর বদলির নির্দেশ দেওয়ার সাতদিনের মধ্যে তা পালন করতে হবে। শিক্ষক সেই নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে শিক্ষা দপ্তর, সাফ জানাল আদালত।
2. পাখির চোখ মেঘালয় এবং ত্রিপুরার নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে ফের মেঘালয় সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২৪ জানুয়ারি শিলংয়ে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একুশের বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ফলাফল করে তৃতীয়বার এ রাজ্যের ক্ষমতায় আসার পর রাজ্যের বাইরে সংগঠন বিস্তারে বাড়তি নজর দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় আগেই লড়াই শুরু করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যার মূল সেনাপতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মেঘালয়ের সংগঠনকে আরও গোছাতে তৎপর তৃণমূল। গত বুধবারই ত্রিপুরা, মেঘালয়ের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন। ২৭ ফেব্রুয়ারি একই দিনে ভোট হবে নাগাল্যান্ড এবং মেঘালয়ে। ৩ রাজ্যের ভোটেরই ফলাফল ঘোষিত হবে আগামী ২ মার্চ। উত্তর-পূর্ব ভারতে বিজেপির বিকল্প হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য আপাতত এই নির্বাচনের দিকেই তাকিয়ে ঘাসফুল শিবির।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।