আটার উপর ছেটানো হচ্ছে থুতু। তারপর সেই আটার তৈরি রুটিই পরিবেশন করা হচ্ছে অতিথিদের। শুনতে অবাক লাগলেও, সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক ভিডিও। যেখানে দেখা গিয়েছে, রাঁধুনি নিজেই থুতু দিয়ে রুটি তৈরি করেছেন। ভিডিও দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়াতেও। কোথায় ঘটেছে এমন কাণ্ড? আসুন, শুনে নিই।
বইয়ের পাতা ওলটানোর সময় অনেকেরই থুতু ব্যবহার করার বদভ্যাস থাকে। টাকা গোনার ক্ষেত্রেও অনেকে এই একই কাজ করে থাকেন। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, রুটি বানাতে গিয়ে তার উপরে থুতু ছিটিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তারপর সেই রুটিই পরিবেশন করা হচ্ছে ক্রেতাদের। স্বাভাবিকভাবেই এমন ঘটনার ভিডিও দেখে বেশ উত্তেজনা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে।
আরও শুনুন: সম্পর্ক না মানায় মৃত্যু যুগলের, মূর্তি গড়ে দুজনের বিয়ে দিল দুই পরিবার
ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। জানা গিয়েছে, সেখানকার স্থানীয় এক হোটেলে এমনভাবে রুটি তৈরি করাই অভ্যাস ছিল এক রাঁধুনির। ভাইরাল হওয়া ভিডিওটিতেই ধরা পড়েছে সেই ছবি। দেখা গিয়েছে, এক ব্যক্তি একের পর এক তন্দুরি রুটি বানাচ্ছেন। বিশেষ ধরনের এই রুটি বানানোর জন্য নির্দিষ্ট আকারে রুটি বেলার পর তা ঢুকিয়ে দিতে হয় তন্দুরের ভিতর। কিন্তু ভিডিওতে ব্যক্তিকে রুটি বেলার পর তার উপর একবার করে থুতু ছেটাতে দেখা গিয়েছে। এভাবেই পরপর প্রতিটি রুটিতে থুতু ছেটানোর পর তিনি সেই রুটিগুলি উনুনে ঢুকিয়ে যাচ্ছিলেন। সামাজিক মাধ্যমে এই ভিডিও নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। প্রাথমিক তদন্তের পর তারা জানতে পারে ভিডিওটি গাজিয়াবাদের একটি হোটেলের। সঙ্গে সঙ্গে সেই হোটেলে হানা দিয়ে আটক করা হয় তাসিরুদ্দিন নামে ওই রাঁধুনিকে। পুলিশ সূত্রে খবর, ভিডিওটি দেখার পরে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। সেই মামলার ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। তবে ঠিক কী কারণে এমন কাজ করেছে তাসিরুদ্দিন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আরও শুনুন: বেজায় যানজটে আটকে, লগ্ন না বয়ে যায়! মেট্রো চেপেই ছাদনাতলায় কনে
অন্যদিকে এই ভিডিও দেখে যথেষ্ট ক্ষোভ ছড়িয়েছে নেট মহলেও। খাবার জিনিসকে এমনভাবে নোংরা করে ক্রেতাদের দেওয়া হচ্ছে, এই ঘটনায় রীতিমতো বিবমিষা প্রকাশ করেছেন নেটিজেনরা। বিষয়টি যে চূড়ান্ত অস্বাস্থ্যকর, তাও বলার অপেক্ষা রাখে না। আর করোনার দৌলতে এ নিয়ে রোগ সংক্রমণের আশঙ্কাও রয়েছে ভালমতোই। সব মিলিয়ে, এই ইস্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।
#Ghaziabad: #Man spits on #chapati before #cooking | Accused Mohsin is arrested. #journalist #AnuragSason #News #crime #roti pic.twitter.com/nxeVfL01Fm
— Journalist Anurag K Sason (@AnuragSason) March 14, 2021