ভয়ানক জ্যামে আটকে রয়েছে গাড়ি। ওদিকে সময়ের কাঁটা তরতর করে এগোচ্ছে। সঠিক সময়ে না পৌঁছালে যে বিয়েই হবে না! তাই বাধ্য হয়েই গাড়ি থেকে নেমে মেট্রো ধরতে ছুটলেন বিয়ের কনে। বিয়ের সাজে সেজেই ভিড় মেট্রোতে সওয়ার হলেন তিনি। আর সেই ঘটনার ভিডিওই নিমেষে ভাইরাল হল নেটদুনিয়ায়। কোথায় ঘটেছে এমন কাণ্ড? আসুন, শুনে নিই।
মেট্রো চড়ে বিয়ে করতে গেলেন কনে। রীতিমতো ভারী গয়না, জমকালো শাড়ি পরেই ভরা মেট্রোয় সওয়ার হলেন তিনি। স্বাভাবিকভাবেই এমন দৃশ্য দেখে বেশ অবাক মেট্রোর যাত্রীরা। ঘটনার ভিডিও প্রকাশ পেতে একইভাবে অবাক হয়েছেন নেটিজেনরাও। তবে আসল কারণ জানার পরে তাঁর বুদ্ধির প্রশংসায় ভেসেছে নেটদুনিয়া।
আরও শুনুন: প্রেমে প্রত্যাখ্যান, মুসলিম তরুণীকে ৩৫ টুকরো করে কাটার হুমকি হিন্দু যুবকের
বিয়ে করা বড় বালাই! তাও যদি হয় হিন্দুমতে, তাহলে তো আর কথাই নেই। সকাল থেকে রাত পর্যন্ত চলবে নিয়মের বহর। সেইসব নিয়মের অন্যতম হল একটি নির্দিষ্ট লগ্নে বিয়ে করা। এই নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়ের কাজ শেষ করতে হয়। একবার লগ্ন পেরিয়ে গেলে নাকি আর বিয়েই হবে না। তা এমন অমঙ্গুলে কাণ্ড কেউ স্বেচ্ছায় ঘটাতে চান না। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, সেই আশঙ্কা থেকে বাঁচতেই এক অভিনব উপায় অবলম্বন করেছেন তরুণী। ভিডিওটিতে দেখা গিয়েছে, রীতিমতো বিয়ের সাজে সেজে এক তরুণী মেট্রোর ভিতর বসে রয়েছেন। তাঁর সঙ্গীদের সাজ দেখেও বেশ বোঝা যাচ্ছে তাঁদের গন্তব্য কোনও এক বিয়ের আসরেই। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, মেট্রো চেপে কেন বিয়ে করতে যাচ্ছেন ওই তরুণী?
সে প্রশ্নের উত্তর ওই ভাইরাল ভিডিওতেই দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু শহরে। অন্যান্য অনেক কিছুর পাশাপাশি এই শহর ট্র্যাফিক জ্যামের জন্য বেশ বিখ্যাত। একবার সেই জ্যামে গাড়ি আটকালে নাকি সহজে বেরোনো মুশকিল। এই তরুণীও এদিন সেরকমই এক ট্র্যাফিক জ্যামে আটকে পড়েছিলেন। অন্যান্য সাধারণ দিন হলে হয়তো তিনি অপেক্ষা করার কথা ভাবতেন, কিন্তু এদিন তিনি আটকেছিলেন বিয়ের মণ্ডপে যাওয়ার পথে। তাই স্বাভাবিক ভাবেই অপেক্ষা করার কোনও প্রশ্ন নেই। এদিকে আশেপাশের সব গাড়িই তখন জ্যামে আটকে। তখনই তিনি ঠিক করেন মেট্রো করে বিয়ের মণ্ডপে যাবেন। সেখানে অন্তত জ্যামের সমস্যায় পড়তে হবে না তাঁদের।
আরও শুনুন: সফর নয়, সেলফি-র শখেই বিপত্তি! বন্দে ভারতে উঠে আটকে পড়লেন ব্যক্তি
যেমন ভাবা তেমন কাজ। গাড়ি থেকে নেমে সোজা মেট্রো স্টেশনের উদ্দেশে রওনা দিলেন তরুণী। সঙ্গে রইলেন কনেযাত্রীরাও। তাঁদেরই একজন এই গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন। ভিডিওটি দেখে ওই কনের বুদ্ধির প্রশংসা করেছেন নেটিজেনদের অনেকেই। অনেকে সেই ভিডিও শেয়ার করে তাঁকে ‘স্মার্ট ব্রাইড’-এর উপাধিও দিয়েছেন। তবে কেউ কেউ আবার গোটা বিষয়টাকে শুধুমাত্র ‘ভাইরাল হওয়ার কৌশল’ হিসাবে দেখেছেন। তাঁদের মতে, যে শহরে যানজট হওয়া খুবই স্বাভাবিক ঘটনা, সেখানে আগে থেকেই কোনও বিকল্প ব্যবস্থার কথা ভেবে রাখা উচিত ছিল কনেপক্ষর। তা না করে বিয়ের সাজে মেট্রোয় চেপে ভিডিও করাকে ভাইরাল হওয়ার কৌশল ছাড়া আর কিছুই নয় বলে মনে করেছেন নেটিজেনদের একাংশ।