মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ছবি নিয়ে মিছিল। তাও আবার শিবসেনার গড় মহারাষ্ট্রে। শুনতে অবাক লাগলেও, ভাইরাল হওয়া এক ভিডিওতে ধরা পড়েছে এমনই ছবি। যার ভিত্তিতে পদক্ষেপ নিয়েছে ওই এলাকার প্রশাসনও। কারা ঘটিয়েছে এমন দুঃসাহসিক কাণ্ড? আসুন শুনে নিই।
কুখ্যাত মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ছবি নিয়ে মিছিল বের করেছিল একদল যুবক। রীতিমতো স্লোগান দিয়ে ঔরঙ্গাবাদের রাস্তায় শোভাযাত্রা বের করেছিলেন তাঁরা। আর সেই ছবি নেটমাধ্যমে প্রকাশ পেতেই শুরু হয়েছে বিপত্তি। ঘটনার কথা জানার পর স্থানীয় ৮ জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে ওই এলাকার পুলিশ।
আরও শুনুন: ফতোয়ার মধ্যে ধর্ম নেই, কেবল রাজনীতি আছে! বিতর্ক উসকে দিলেন কেরলের রাজ্যপাল
ভারতের মাটিতে দীর্ঘদিন ধরে শাসন চালিয়েছেন মুঘল সম্রাটরা। ব্রিটিশ পূর্ববর্তী ভারতের স্থাপত্যরীতিতেও রয়েছে মুঘলদের উল্লেখযোগ্য অবদান। তবে এর পাশাপাশি ভারতীয়দের প্রতি বহিরাগত শাসকদের অত্যাচারের কাহিনিও নেহাত কম নেই। বর্তমানে দেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলি প্রায়শই সেইসব তথ্য প্রকাশ করে মুঘল সম্রাটদের তীব্র নিন্দা করে থাকে। মহারাষ্ট্রের জনপ্রিয় হিন্দু সংগঠন শিবসেনাও এই নিন্দা কর্মসূচিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই মহারাষ্ট্রেই এবার কুখ্যাত মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ছবি নিয়ে মিছিলের ছবি ধরা পড়ল। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, ঔরঙ্গজেবের ছবি নিয়ে রীতিমতো শোভাযাত্রা বের করেছেন একদল যুবক। জানা গিয়েছে, এই মিছিলটি ‘দাদা হায়াত কলন্দর’ নামে ঔরঙ্গাবাদ শহরের এক জনপ্রিয় মসজিদ থেকে বের করা হয়েছিল। বছরের শুরুতে কোনও এক ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে তাঁরা এমন মিছিল নিয়ে রাজপথে বের হয়েছিলেন। সেখানেই বেশ কয়েক জনের হাতে ছিল মুঘল সম্রাটের ছবি। এমনকি তাঁরা নাকি মিছিলে হাঁটার সময় ঔরঙ্গজেবকে নিয়ে স্লোগানও দিচ্ছিলেন। স্বাভাবিক ভাবেই সেইসব ছবি ও ভিডিও প্রকাশ পেতেই হইচই শুরু হয়ে যায় নেটপাড়ায়। ঘটনার কথা জানতে পারে স্থানীয় প্রশাসনও। তারপরই ভাইরাল হওয়া ভিডিওর উপর ভিত্তি করে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ নথিবদ্ধ করেছে পুলিশ।
আরও শুনুন: চায়ের দোকান খোলাই স্বপ্ন, মোটা মাইনের চাকরি হেলায় ছাড়লেন বাঙালি যুবতী
বরাবরই মুঘল সম্রাটদের তালিকায় সবথেকে বিতর্কিত চরিত্র হিসেবে বিবেচিত হয়ে এসেছেন ঔরঙ্গজেব। হিন্দু মন্দির ধ্বংস থেকে আরম্ভ করে শিখ ধর্মগুরুদের নির্বিচারে হত্যা, ইতিহাসের পাতায় তাঁর বিভিন্ন অত্যাচারের কাহিনি বর্ণনা করা আছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারও স্কুলের পাঠ্যক্রম থেকে এই ‘অত্যাচারী’ মুঘল সম্রাটদের কীর্তি সরিয়ে রাখার বিষয় নিয়েও ভাবনাচিন্তা করা হয়েছে। ফলত এই কুখ্যাত সম্রাটকে নিয়ে মিছিল বের করার ঘটনা বেশ ভাবনাই জাগিয়ে তুলেছে। উপরন্তু মহারাষ্ট্রের মতো রাজ্য, যা শিবসেনার মতো হিন্দুত্ববাদী সংগঠনের প্রধান ঘাঁটি, সেখানে দাঁড়িয়ে এমন কাজ করা যথেষ্ট দুঃসাহসিক বলেই মনে করছেন অনেকে।