চব্বিশের নির্বাচনে বিজেপিকে টেক্কা দেবে আঞ্চলিক দলগুলি। অভিমত অমর্ত্য সেনের। ফের বিতর্কের মুখে ‘দিদির দূত’ প্রকল্প। বিজেপি নেতাকে চড় কষালেন ‘তৃণমূল কর্মী’। প্রতিবাদে পথ অবরোধ গেরুয়া শিবিরের। ‘মিডিয়ার অপপ্রচার’, মধ্যাহ্নভোজন বিতর্কে পালটা শতাব্দী রায়ের। ‘দালাল কাকা’র মাধ্যমে জোগাড় ভুয়ো কল লেটার। পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী। মেঘালয়েও জনসভার ঘোষণা। দিল্লির উপমুখ্যমন্ত্রীর দপ্তরে সিবিআই হানা।
হেডলাইন:
আরও শুনুন: 13 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- শুট আউট দক্ষিণেশ্বরে, দুষ্কৃতীদের গুলিতে জখম ১ সিভিক ভলান্টিয়ার
আরও শুনুন: 12 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- তৃণমূল বিধায়কের বাড়িতে ১১ কোটি উদ্ধার আয়কর দপ্তরের
বিস্তারিত খবর:
1. ২০২৪ লোকসভায় সংখ্যাগরিষ্ঠ জয় পাবে না বিজেপি। গেরুয়া শিবিরকে ভালরকম টক্কর দিতে চলেছে আঞ্চলিক দলগুলি। মনে করছেন অমর্ত্য সেন। একইসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদের সংযোজন, “মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, এমনটা একেবারেই নয়। আমার মনে হয় মমতা ভীষণভাবেই যোগ্য।” বামমনস্ক বলে পরিচিত অমর্ত্য সেনকে এর আগে কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে খোলাখুলি বার্তা দিতে শোনা যায়নি। এদিন অবশ্য তিনি এ কথাও বলেছেন, “এটা এখনও প্রতিষ্ঠিত হয়নি যে, বিজেপির বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, মমতা সেটাকে কাজে লাগিয়ে সবাইকে একত্রিত করে দেশে বিভেদকামী শক্তিকে রুখে দিতে পারেন।”
ভারত সম্পর্কে ধারণাটিকে কেবল হিন্দু ভারত বা হিন্দি বলয়ের ভারত বলে সীমাবদ্ধ করে দিয়েছে বিজেপি, এমনটাই অভিযোগ অমর্ত্য সেনের। আর সেই কারণেই বিজেপির বিকল্প না এলে গোটা দেশের প্রতি অন্যায় হবে, এমনটাই তাঁর অভিমত। তৃণমূলের পাশাপাশি একাধিক আঞ্চলিক দলকে জাতীয় রাজনীতিতে বিজেপির বিরোধী শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অমর্ত্য সেন। এ প্রসঙ্গে ডিএমকে, সমাজবাদী পার্টি-র মতো একাধিক দলের উল্লেখ করেছেন তিনি। তবে একা কংগ্রেসের পক্ষে যে বিজেপিকে হারানো সম্ভব হবে না, সে কথা মেনেই নিয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ।
2. ফের বড়সড় বিতর্কে জড়াল ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্প। বিজেপি-তৃণমূলের গণ্ডগোলের জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার ইছাপুরের নীলগঞ্জ পঞ্চায়েতে। স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতির বিরুদ্ধে উঠল তৃণমূলের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ।
শনিবার উত্তর ২৪ পরগনার ইছাপুরের নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায় ‘দিদির দূত’ হিসেবে গিয়েছিলেন কয়েকজন তৃণমূল নেতা। যাঁদের সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষও। স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি সাগর বিশ্বাস এলাকার মন্দির লাগোয়া রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ জানানোর অছিলায় অশান্তি করার চেষ্টা করেন বলে দাবি তৃণমূলের। পালটা পদ্মশিবিরের অভিযোগ, এক তৃণমূল কর্মী তাঁকে চড় মেরেছেন। বিজেপি নেতার কাছে ক্ষমা চেয়ে নিলেও মন্ত্রীর দাবি, যে চড় মেরেছে সে তৃণমূল কর্মী নয়। আক্রান্ত বিজেপি নেতা ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিকে ইচ্ছাকৃতভাবে বানচাল করার চেষ্টা করেছে বলেই দাবি মন্ত্রীর। ঘটনার প্রতিবাদে প্রায় ঘণ্টাখানেক বারাসত-বারাকপুর রোড অবরোধ করে বিজেপি বারাসত সাংগঠনিক জেলা যুব মোর্চা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।