ভিসা পেতে গেলে সাড়া দিতে হবে যৌন প্রস্তাবে। দিল্লির পাক দূতাবাস থেকে এমনই প্রস্তাব পেয়েছেন বলে বিস্ফোরক দাবি এক অধ্যাপিকার। সেই অভিযোগের প্রেক্ষিতে এবার নড়েচড়ে বসল পাকিস্তানের বিদেশ মন্ত্রক। আসুন, শুনে নেওয়া যাক।
ভারত আর পাকিস্তান, দুই দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন জারি থাকে সবসময়ই। সেই অস্বস্তিকে এবার আরও একটু উসকে দিল এক নয়া বিতর্ক। পাকিস্তানে যাওয়ার ভিসা দেওয়ার জন্য এক মহিলাকে অশ্লীল প্রস্তাব দিয়েছেন দিল্লির পাক দূতাবাসের দুই আধিকারিক, অভিযোগ এমনটাই। এমনকি ওই মহিলাকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লিখতে বলা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। সব মিলিয়ে এই ঘটনায় ফের পরীক্ষার মুখে পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। আর সেই টলোমলো অবস্থাকে সামাল দিতেই তড়িঘড়ি এই ইস্যুতে মুখ খুলল পাকিস্তান।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: হোটেলে ডাক যৌনকর্মীদের, খেতেও দেওয়া হয়নি, বিস্ফোরক অভিযোগ পাক অভিনেত্রীর
সম্প্রতি দিল্লিতে থাকা পাক দূতাবাসের এক আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব হয়েছেন পাঞ্জাবের এক অধ্যাপিকা। পাকিস্তানে যাওয়ার জন্য ভিসার প্রয়োজনেই হাই কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু একটি পেশাদার জায়গায় যে তাঁকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, এ কথা আদৌ আন্দাজ করতে পারেননি ওই মহিলা। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার দরুন সেই সময় ভিসা দেওয়া যাবে না বলে জানানো হয়েছিল তাঁকে। কিন্তু মহিলার দাবি, এরপরে পাকিস্তানে যাওয়ার ভিসা দেওয়ার শর্ত হিসাবে দূতাবাসের এক আধিকারিক তাঁকে কুপ্রস্তাব দেন। ওই আধিকারিক তাঁকে যৌনগন্ধী ইঙ্গিত করেছেন বলেও অভিযোগ মহিলার। উপরন্তু তিনি জানিয়েছেন, তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কিছু কথা লিখতে বলা হয়। কাশ্মীর ইস্যু নিয়েও তাঁকে আপত্তিকর কথা বলা হয়েছিল বলে দাবি করেছেন ওই অধ্যাপিকা।
আরও শুনুন: বিয়ারের বোতলে হিন্দু দেবীর ছবি, বাজার থেকে পণ্য তুলে নেওয়ার দাবিতে সরব হিন্দুরা
এই অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পাকিস্তান। যৌন হেনস্তার অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়বেন ওই আধিকারিক, এ বিষয়ে আশ্বস্ত করেছে সে দেশের বিদেশমন্ত্রক। পাকিস্তান এই সমস্ত বিষয়কে কোনও রকম প্রশ্রয় দেবে না বলেও জানিয়েছেন, পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ। তবে এই ঘটনার জেরে ভারত সম্পর্কে পাক নাগরিকদের একাংশের মনোভাব ফের সামনে এসেছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।