কারও দাঁত মাজতে অনীহা, তো কারও নখ কাটতে। কিন্তু তার জেরে যে সম্পর্কেও আঁচ আসতে পারে, সে কথা জানেন? কী বলছেন গবেষকরা? আসুন, তাহলে শুনেই নিন।
কথায় বলে, যার সঙ্গে মজে মন! অর্থাৎ কিনা, কাকে যে কখন কার ভাল লাগবে, আর কী দেখে ভাল লাগবে, সে কথা কেউ বলতে পারে না। তেমনই, কী কারণে যে ভালবাসায় ভাঙন ধরবে, সে কথাও আগেভাগে বলা মুশকিল। না, সবসময় যে কোনও গুরুতর কারণেই প্রেমে বিচ্ছেদ আসে, এমনটা মোটেই নয়। একেবারে ছোটখাটো কোনও কারণ, আপাতদৃষ্টিতে যা বেশ তুচ্ছ, তার কারণেই হয়তো প্রেমে থাকা যুগলের একজন রীতিমতো চটে উঠতে পারেন। এই যেমন ধরুন, নখ না কাটা। কিংবা, দাঁত না মাজা। সমীক্ষা বলছে, এমন কারণেই অর্ধেক প্রাপ্তবয়স্ক মানুষের সম্পর্কে বিচ্ছেদ ঘটে যায়।
আরও শুনুন: নাক ডাকা নিয়ে সঙ্গী জেরবার! সমস্যার সমাধান বালিশেই, বলছেন বিজ্ঞানীরা
বিশ্বাস হচ্ছে না? তাহলে খুলেই বলা যাক।
সম্প্রতি একটি ডেটিং সাইটের তরফ থেকে সমীক্ষা চালানো হয়েছিল, যে, ঠিক কী কী কারণে প্রেমে বিচ্ছেদ ঘটে। আর তাতেই উঠে এসেছে চমকপ্রদ তথ্য। দেখা গিয়েছে, ব্রিটেনের প্রায় ৪৯ শতাংশ মানুষের ক্ষেত্রেই সম্পর্কে বিচ্ছেদের কারণ হল কোনও না কোনও ছোট ব্যাপার। যা এমনিতে ছোটখাটো হলেও বেশ বিরক্তির উদ্রেক করে বলেই দাবি এঁদের। আর এই বিরক্তির তালিকায় কী কী রয়েছে শুনবেন? কারও ক্ষেত্রে দাঁতের সমস্যা। দাঁত মাজতে অনীহা থাকে যাদের, তাদেরকেও অধিকাংশ ক্ষেত্রেই সঙ্গীরা পছন্দ করেন না। প্রতি আটজনের মধ্যে একজনের প্রেম ভাঙার কারণ হয়ে দাঁড়ায় নিঃশ্বাসে দুর্গন্ধ। কারও কারও ক্ষেত্রে আবার নখ না কাটার জেরেই হতে পারে বিচ্ছেদ। সঙ্গীর নখে ময়লা জমতে দেখলে তিতিবিরক্ত হয়ে ওঠেন তাঁরা।
আরও শুনুন: স্ট্রেস থেকে মুক্তি হস্তমৈথুনেই! ব্রিটিশ পুরুষ-মহিলাদের মধ্যে সমীক্ষা দিচ্ছে ইঙ্গিত
দুহাজার জনের উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, তাদের ৬৭ শতাংশ, অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ সঙ্গী বেছে নেওয়ার ব্যাপারে বেশ খুঁতখুঁতে। সামগ্রিক ভাবে না হোক, অন্তত কোনও না কোনও বিষয়ের ক্ষেত্রে নিজেদের পছন্দকেই সবার আগে রাখেন তাঁরা। আর ২২ শতাংশ মানুষকে চিহ্নিত করা যায় অত্যন্ত খুঁতখুঁতে বলে। যদিও এই ঘটনাকে ইতিবাচক ভাবেই দেখছেন গবেষকরা। অধিকাংশ মানুষ যে নিজের পছন্দ অপছন্দের বিষয়ে এতখানি সচেতন, এই ব্যাপারটি তাঁদের জোর বাড়ায়, এমনটাই মত গবেষকদের।