কেন্দ্রের সম্মান পেল বাংলার ‘দুয়ারে সরকার’। নন্দীগ্রামে নির্বাচনে জিততে ভোট পেয়েছিলেন বামপন্থীদের। বামেদের প্রশংসা করে মন্তব্য শুভেন্দু অধিকারীর। রাম-বাম আঁতাঁত নিয়ে সরব তৃণমূল। মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে আরও তৎপর পর্ষদ। রাজ্যের সমস্ত পরীক্ষাকেন্দ্রে বসবে সিসিটিভি। SSC দুর্নীতিতে ১ মাস জেল হেফাজতে পার্থ-অর্পিতা-মানিক। মুম্বইয়ে সফল ঋষভ পন্থের অস্ত্রোপচার। দ্রুত সুস্থ হয়ে উঠবেন তারকা, আশা চিকিৎসকদের। এদিকে বোর্ডের নির্বাচক প্রধান হিসাবে ফিরলেন চেতন।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. কেন্দ্রের বিশেষ সম্মান পেল বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যবাসীকে পরিষেবা প্রদান করে দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই প্রকল্প। আর তাই যোগ্য বলেই প্ল্যাটিনাম পুরস্কারে এই প্রকল্পকে সম্মানিত করেছে কেন্দ্র। দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে প্ল্যাটিনাম পুরস্কার হিসাবে স্মারক ও শংসাপত্র গ্রহণ করেন বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পুরস্কার গ্রহণের পর তিনি জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নজির গড়েছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। যোগ্য হিসেবেই বাংলা পেয়েছে এই স্বীকৃতি।” ‘দুয়ারে সরকারে’র সাফল্যের খতিয়ান তুলে ধরে চন্দ্রিমা আরও বলেন, “৬ কোটি ৭০ লক্ষ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। সংখ্যাকে তো অস্বীকার করা যায় না। তাই বিরোধীরা যতই এই প্রকল্পকে কটাক্ষ করুক, খোদ কেন্দ্রই আমাদের সম্মানিত করল।” এই প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ দেশের বিভিন্ন রাজ্য। সেই তালিকায় রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিও। গর্বের সঙ্গে এ কথাও জানিয়ে দিয়েছেন চন্দ্রিমা।
2. নন্দীগ্রাম নির্বাচনে জয়ের ক্ষেত্রে অবদান ছিল বামপন্থীদের ভোটের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে শোরগোল রাজ্য-রাজনীতিতে। বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে সামান্য কিছু ভোটে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই ফলাফল নিয়ে বিতর্ক আছে। শুভেন্দুর বিরুদ্ধে গণনায় বেনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মামলা এখনও বিচারাধীন। এর মধ্যেই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন বিরোধী দলনেতা। তাঁর মুখে বামেদের ভূয়সী প্রশংসাও শোনা গেল। শনিবার নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘সব বামপন্থী খারাপ নন। অনেক বামপন্থীই আমাদের সঙ্গে এসেছেন। নন্দীগ্রামে একটা বড় অংশ যাঁরা হিন্দু, তাঁরা ভোট দিয়েছেন বলে আমি জিতেছি। আমি তা অকপটে স্বীকার করি।’ রাম-বাম যে জোটের কথা সেই ২০১৯ লোকসভা ভোটের আগে থেকেই বলে আসছিল তৃণমূল। এদিন কার্যত তাতেই সিলমোহর পড়ল, এমনটাই দাবি তৃণমূলের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।