দুজনের বয়সের পার্থক্য মাত্র ৫ মিনিট। অথচ দুজনের জন্ম সাল আলাদা। শুনতে অবাক লাগলেও, দুই যমজ শিশুর জন্মদিনও এক নয়। কীভাবে সম্ভব এমনটা? আসুন, শুনে নিই।
একজনের জন্ম ২০২২ সালে। অন্য জনের জন্ম ২০২৩ সালে। অথচ তারা যমজ। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই তাদের জন্ম। তাই আপাত ভাবে যাদের বয়সের পার্থক্য হওয়া উচিত ছিল এক বছর, তাদের বয়সের তফাত দাঁড়িয়েছে মাত্র ৫ মিনিট।
আরও শুনুন: ‘মৃত’ বলে ঘোষণা হাসপাতালের, শ্মশানে পৌঁছেই বেঁচে উঠলেন উত্তরপ্রদেশের মহিলা
এমন বিরল ঘটনার সাক্ষী হয়েছে আমেরিকার টেক্সাস শহর। বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের উন্নতির দরুন অনেকেই সন্তান প্রসবের দিনক্ষণ আগে থেকে প্ল্যান করে রাখেন। এক্ষেত্রে কাঙ্ক্ষিত দিনে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। কালি জো স্কোট নামে এক আমেরিকান মহিলাও তেমনভাবেই ঠিক করেছিলেন নতুন বছরেই সন্তানের জন্য দেবেন। সেক্ষেত্রে তাঁর পছন্দের দিন ছিল জানুয়ারির ১১ তারিখ। নির্দিষ্ট হাসপাতালে এই অপারেশনের দিনক্ষণও ঠিক করে ফেলেছিলেন তিনি। আগে থেকেই তিনি জানতেন তাঁর শরীরে বড় হচ্ছে দুটি প্রাণ। অর্থাৎ একসঙ্গে যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। তাই রুটিন চেক আপের জন্য মাঝেমধ্যেই হাসপাতালে যেতে হত তাঁকে। সেরকমই চেক আপ করাতে পুরনো বছরের শেষদিনে চেক-আপ করাতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে স্কোটের শারীরিক অবস্থা দেখে চিকিৎসকেরা নিদান দেন, কোনওভাবেই প্রসবের জন্য অপেক্ষা করা উচিত হবে না। তাই ১১ তারিখের বদলে ডিসেম্বরের ৩১ তারিখেই তাঁর অপারেশনের ব্যবস্থা করা হয়। সেখানেই ঘটে এই কাণ্ড। প্রথম শিশুটির জন্ম হয় রাত ১১টা ৫৫ মিনিটে। নিয়ম অনুযায়ী যমজ সন্তানের প্রসব করানোর ক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করে দ্বিতীয় শিশুর প্রসব করাতে হয়। এখানেও সেই নিয়ম মেনেই দ্বিতীয় শিশুটিকে মায়ের গর্ভ থেকে বের করেন চিকিৎসক। আর তা করতে গিয়েই দেখা যায় ১২টা বেজে গিয়েছে। অর্থাৎ দ্বিতীয়জনের জন্ম হয়েছে পরের দিন। ঘটনাচক্রে সেই রাতই ছিল বছরের শেষ রাত। তাই হিসেব মতো দ্বিতীয়জনের জন্মের সালও আলাদা হয়ে গিয়েছে।
আরও শুনুন: মৃত্যুর গন্ধ পেত এই বিড়াল, ভবিষ্যদ্বাণী করেছিল প্রায় ১০০ মৃত্যুর
এমন বিরল কাণ্ড দেখে বেশ অবাক হয়েছেন ওই আমেরিকান দম্পতিও। যমজ সন্তানের দুজনই মেয়ে। ইতিমধ্যেই তাদের নামও ঠিক করে ফেলেছেন তাঁরা। তারপর নেটমাধ্যমে দুই সদ্যোজাতের সঙ্গে সপরিবারে ছবি প্রকাশ করেছেন তাঁরা। একইসঙ্গে দুই সন্তানের বয়সের অদ্ভুত পার্থক্যের কথাও সবিস্তারে লিখেছেন তাঁরা। যা শুনে মজা পেয়েছেন নেটিজেনরাও। সদ্যোজাত দুই যমজের জন্য শুভকামনাও জানিয়েছেন তাঁরা।