সে যে মারণ রোগে আক্রান্ত, এ কথা যেন বাবা-মা জানতে না পারেন। চিকিৎসককে এমন কথাই জানিয়েছিল ৬ বছরের খুদে। ক্যানসার আক্রান্ত খুদের এমন আর্তি শুনে বিহ্বল হয়ে পড়েন ওই চিকিৎসক। এমন মর্মস্পর্শী ঘটনার কথা জেনে আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরাও। আসুন, শুনে নেওয়া যাক।
ক্যানসার হয়েছে জানতে পেরেও ভেঙে পড়েনি ছোট্ট ছেলেটি। বরং শান্তভাবেই সে চিকিৎসকের কাছে আরজি জানিয়েছিল, যাতে তার মা-বাবাকে তার রোগের কথা না জানানো হয়। মা-বাবা যাতে দুঃখ না পান, রোগযন্ত্রণার মধ্যেও সেদিকেই নজর ছিল ৬ বছরের এই খুদের। তার এমন আরজি হতভম্ব করে দিয়েছিল খোদ চিকিৎসককেই, আর সে কথাই জানিয়েছেন তিনি।
কী ঘটেছিল ঠিক?
আরও শুনুন: মৃত্যুর গন্ধ পেত এই বিড়াল, ভবিষ্যদ্বাণী করেছিল প্রায় ১০০ মৃত্যুর
হায়দরাবাদ শহরের চিকিৎসক সুধীর কুমার জানিয়েছেন, একমাত্র ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য তাঁর দ্বারস্থ হয়েছিলেন এক দম্পতি। ৬ বছরের ছেলেটি তখনই হুইলচেয়ারে বন্দি। কিন্তু তা সত্ত্বেও তার মুখ থেকে হাসি মুছে যায়নি। ওই দম্পতি গোপনে তাঁকে জানিয়েছিলেন যে ছেলেটি ক্যানসারে আক্রান্ত, কিন্তু সে কথা তাঁকে জানানো হয়নি। চিকিৎসকও তাঁদের কথামতো সে কথা গোপন রাখার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাঁকে চমকে দেয় মনু নামের ওই খুদে। শারীরিক পরীক্ষানিরিক্ষার সময় চিকিৎসককে একা পেতেই সে জানিয়ে দেয় যে, ইন্টারনেটের দৌলতে সে ভাল করেই জানে যে তার কী হয়েছে। এমনকি তার আয় যে আর মাত্র মাস ছয়েক, সে সম্পর্কেও অবগত ছিল সে। কিন্তু এ কথা যেন তার মা-বাবাকে না জানানো হয়, চিকিৎসকের কাছে সেই আরজিই রেখেছিল ওই খুদে।
না, এই অনুরোধ রাখা সম্ভব হয়নি ওই চিকিৎসকের পক্ষে। তাঁর মনে হয়েছিল, যেটুকু সময় হাতে আছে, সেই সময়টুকু যেন ওই পরিবারটি নিজেদের মতো করেই কাটাতে পারে। আর ঠিক তেমনটাই করেছিলেন ওই দম্পতি। এ ঘটনার ন-মাস কেটে যাওয়ার পর ফের ওই হাসপাতালে এসে দাঁড়িয়েছিলেন তাঁরা। তবে এবার আর তাঁদের সঙ্গে সেই খুদেটিকে দেখতে পাননি চিকিৎসক। তাঁর প্রশ্নের জবাবে ওই দম্পতি জানান, এক মাস আগে মৃত্যু হয়েছে তাঁদের সন্তানের। তবে শেষ কয়েকটা মাস তাঁরা একসঙ্গে কাটিয়েছেন, তার সব ইচ্ছে পূরণ করার চেষ্টাও করেছেন। আর ওই শেষ আট মাসই তাঁদের কাছে সবচেয়ে স্মরণীয় সময়। সেই সময়টুকু দেওয়ার জন্য ওই চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন দম্পতি।
আরও শুনুন: দাগ মন্দ নয়! স্তন ক্যানসারের দরুন অস্ত্রোপচারের ক্ষত দেখিয়ে বার্তা অভিনেত্রীর
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই মর্মস্পর্শী ঘটনাটি ভাগ করে নিয়েছেন ওই চিকিৎসক। খুদের এমন আরজির কথা শুনে আবেগ ধরে রাখতে পারেননি নেটিজেনরাও। একযোগে ওই খুদের জন্য প্রার্থনা জানিয়েছেন তাঁরা।