রুপোলি পর্দায় যতই ভিলেনের অভিনয় করে থাকুন না কেন, বাস্তবের দুনিয়ায় ক্রমশই রোল মডেল হয়ে উঠেছেন সোনু সুদ। কিন্তু এবার প্রশংসা নয়, খানিক ভর্ৎসনাই জুটেছে তাঁর কপালে। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়ানোর জন্য অভিনেতার উপর বেজায় চটেছে রেল দপ্তর। ঠিক কী বলেছে তারা? আসুন, শুনে নেওয়া যাক।
করোনার সময় থেকেই বারবার বিভিন্নভাবে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড তারকা সোনু সুদ। সিনেমার পর্দায় বেশিরভাগ সময় যাঁকে খলনায়কের চরিত্রেই দেখা গিয়েছে, বাস্তবে তিনিই প্রায় মসিহার ভূমিকা নিয়েছিলেন। একের পর এক জনহিতকর কাজের নজির গড়ে সকলের কুর্নিশ আদায় করে নিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু এবার হঠাৎই উলটপুরাণ। এমন একটি কাজ করে বসলেন তিনি, যাতে প্রশংসা তো দূর, উলটে খানিক তিরস্কারেরই মুখোমুখি হয়েছেন তিনি।
আরও শুনুন: বিমানবন্দরে পোশাক খুলে দাঁড়াতে হল শুধু অন্তর্বাস পরে, ক্ষুব্ধ মহিলা সঙ্গীতশিল্পী
আসলে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। যেখানে ট্রেন সফর করতে দেখা গিয়েছিল অভিনেতাকে। তবে সিটে বসে নয়, ফুটবোর্ডেই নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। আর এই ঘটনাতেই বেজায় চটেছে নর্দার্ন রেলওয়ে। সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্য পোস্ট করেই এবার অভিনেতাকে পালটা দিল রেল কর্তৃপক্ষ।
ঠিক কী বলেছে রেল দপ্তর?
আরও শুনুন: ‘ধর্ষকদের থেকেও কি আমি বিপজ্জনক!’ বিজেপি নেত্রীকে তোপ উরফির
রেলের তরফে টুইট করে বলা হয়েছে, “প্রিয় সোনু সুদ, আপনি শুধু দেশ কেন, গোটা বিশ্বেরই লক্ষ লক্ষ মানুষের কাছে রোল মডেল। ট্রেনের সিঁড়িতে বসে সফর করা বিপজ্জনক, আর এই ধরনের ভিডিও আপনার অনুরাগীদের কাছে সেই ভুল বার্তাটিই পৌঁছে দিতে পারে।” অভিনেতা যাতে আর এমনটা না করেন, সে বিষয়েও তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে ওই টুইটে। পাশাপাশি সোনু সুদের উদ্দেশে আরও একটি টুইট করেছে মুম্বই রেলওয়ে পুলিশ কমিশনারেট। রীতিমতো কড়া ভাষাতেই সেখানে অভিনেতাকে বলা হয়েছে, ফুটবোর্ডে চড়ে সফর করা সিনেমায় বিনোদনের একটি উপাদান হতে পারে, কিন্তু বাস্তব জীবনে তা নয়। কেবল তারকা অভিনেতাই নন, সকলকেই আরও একবার নিরাপত্তা বিধি মেনে চলার কথা মনে করিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এর পরই অবশ্য রেলের কাছে ক্ষমা চেয়ে ভিডিয়োটি তুলে নেন অভিনেতা।