ইরানের মহিলাদের হিজাববিরোধী আন্দোলন থেকে শুরু করে সুপ্রিম কোর্টের টু-ফিঙ্গার-টেস্টকে অবৈজ্ঞানিক ঘোষণা। দেশে মহিলা ক্রিকেটারদের বেতনসাম্য থেকে কান ফিল্ম ফেস্টিভ্যালে ইউক্রেনের ধর্ষিতা নারীদের হয়ে মানবাধিকার কর্মীর প্রতিবাদ। ন্যায় ও ন্যায্যতার লড়াইয়ে ২০২২ সাক্ষী থেকেছে বহু দৃশ্যের। অধিকার অর্জনের আলোয় ভরে ওঠা সেই আকাশটিকেই বছরশেষে ফিরে দেখলেন চৈতালী বক্সী এবং রণিতা চট্টোপাধ্যায়।
বছর আসে। বছর যায়। নারীর লড়াই জারি থাকে ঘরে-বাইরে। সমাজের গোঁড়ামি, পুরুষতান্ত্রিকতা কখনও আবার রাষ্ট্রের চোখরাঙানি। নারীর অবদমনের ইতিহাস যেমন দীর্ঘ, তেমনই গুরুত্বপূর্ণ তার অধিকার অর্জনের যাত্রাপথও। চলতি বছরে অর্থাৎ ২০২২-এ দেশ ও বিদেশে এমন একাধিক ঘটনা ঘটেছে যা এই ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশে সুপ্রিম কোর্টের একাধিক রায় যেমন নারীসাম্যের ক্ষেত্রে মাইলস্টোন হয়ে উঠেছে, তেমনই দেশে-বিদেশের নারীদের আন্দোলন এনেছে নতুন ভোর। বছরশেষে ফিরে দেখা সাফল্যের সেই বিন্দুগুলি।