১০০ দিনের কাজে লাগাতার দুর্নীতির অভিযোগ। বেনিয়ম রুখতে দেশজুড়ে কর্মীদের জন্য বাধ্যতামূলক ডিজিটাল হাজিরা। বছর শেষে চোখ রাঙাচ্ছে করোনা। সংক্রমণ রুখতে ৫ দফা গাইডলাইন জারি রাজ্যের। বাসে বাড়তি ভাড়া নিলেই কড়া ব্যবস্থা। নিতে হবে ৪ বছর আগে ধার্য সরকারি ভাড়াই। কলকাতা হাই কোর্টে হলফনামা জমা রাজ্য পরিবহণ দপ্তরের। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে মমতাকে আমন্ত্রণ মোদির। প্রস্তুতিতে বন্ধ হাওড়ার তিন প্ল্যাটফর্ম। আরও ৬ রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
হেডলাইন:
আরও শুনুন: 27 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই-এর নজরে ৯ ‘মিডলম্যান’ শিক্ষক
বিস্তারিত খবর:
1. ১০০ দিনের কাজ নিয়ে লাগাতার দুর্নীতির অভিযোগ। সেই বেনিয়ম রুখতে এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের। একশো দিনের কাজের কর্মীদের জন্য বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল হাজিরা। অর্থাৎ এবার থেকে মোবাইল অ্যাপে হাজিরা দিতে হবে একশো দিনের প্রকল্পের কর্মীদের। নতুন বছরের গোড়া থেকেই এই নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র। গত মে মাসে পরীক্ষামূলকভাবে ডিজিটাল হাজিরা নেওয়া চালু হয়ে গিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। এবার গোটা দেশে এই প্রক্রিয়া কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। জানা গিয়েছে, এবার থেকে মনরেগা প্রকল্পে শ্রমিক-সহ অন্যান্য কর্মীদের হাজিরা নেওয়া হবে ডিজিটাল পদ্ধতিতে। কে কোন কাজে যুক্ত, ছুটির সময় কখন, কাজের জায়গার লোকেশন-সহ সংশ্লিষ্ট কর্মীর ছবি যুক্ত করা হবে এই মোবাইল অ্যাপে। এই যুক্ত করার দায়িত্ব দেওয়া হবে একশো দিনের কাজে যুক্ত সুপারভাইজারদের। কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে কতটা কার্যকরী হবে এই ডিজিটাল হাজিরা প্রক্রিয়া, তা নিয়ে ধন্দে পড়েছে ওয়াকিবহাল মহল।
2. করোনার সংক্রমণ রুখতে সতর্ক রাজ্য। নবান্নে এই সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে জেলাগুলিকে একাধিক নির্দেশ দিলেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। মারণ ভাইরাসের মোকাবিলায় এদিন পাঁচ দফা গাইডলাইন চালু করেছে রাজ্য। নবান্নের নির্দেশ, যে হাসপাতালে পরিকাঠামো নেই সেখানে কোভিড ওয়ার্ড তৈরি করতে হবে। প্রথম ধাপে রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে করোনার জন্য ৩ হাজার ৭১৮টি শয্যার ব্যবস্থা করা হচ্ছে। তবে হাসপাতালে কোভিড রোগীর চিকিৎসার বন্দোবস্ত করতে গিয়ে অন্য রোগী যাতে কোনওভাবে অবহেলিত না হন, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ স্বাস্থ্যসচিবের। যাতে করোনা সংক্রমিতদের শ্বাসকষ্টজনিত সমস্যায় কষ্ট পেতে না হয়, সেজন্য হাসপাতালগুলিকে পর্যাপ্ত অক্সিজেন কনসেনট্রেটারের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তাদের উপরও বিশেষ ভাবে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। আক্রান্তকে দ্রুত চিহ্নিত করার জন্য পর্যাপ্ত র্যাপিড অ্যান্টিজেন কিট মজুত রাখার সঙ্গে সঙ্গে আরটিপিসিআর টেস্টের বন্দোবস্ত করতেও বলেছেন তিনি। উপরন্তু প্রতিটি নমুনা পাঠাতে হবে জিনোম সিকোয়েন্সিংয়ে। সর্বোপরি, বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে আমজনতার মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এদিকে মাদুরাই বিমানবন্দরে চিনফেরত দুই যাত্রীর শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস। গত দু’দিনে সব মিলিয়ে ৩৯ জন বিমানযাত্রীর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এহেন পরিস্থিতিতে কোভিড পরীক্ষার তদারকি করতে বৃহস্পতিবার দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।