শিবলিঙ্গের মুখে মাস্ক। একইভাবে মাস্ক পরানো হয়েছে মন্দিরের অন্যান্য বিগ্রহকেও। দেশজুড়ে নতুন করে করোনার আশঙ্কা মাথাচাড়া দিতেই সতর্কতা প্রচারে এমন উদ্যোগ নিয়েছে বেনারসের এক মন্দির। আসুন শুনে নেওয়া যাক।
ফের চোখ রাঙাচ্ছে করোনা। কোভিড অতিমারী নিয়ে ফের উদ্বেগ বাড়ছে দেশে। আমজনতার মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়িয়ে তুলতে ইতিমধ্যেই প্রচার শুরু করা হয়েছে রাজ্য ও কেন্দ্রের তরফে। আর এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই অভিনব উদ্যোগ নিল বেনারসের এক মন্দির। দেখা গিয়েছে, ওই মন্দিরে থাকা শিবলিঙ্গ এবং অন্যান্য বিগ্রহকে মাস্ক পরিয়ে দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি মন্দিরের বাইরে একটি পোস্টারে বড় বড় করে লেখা রয়েছে মাস্ক পরার প্রয়োজনীয়তা। করোনার বাড়বাড়ন্ত রুখতে আবারও মাস্ক পরার অভ্যাস ফিরিয়ে আনার জন্য সকলকে অনুরোধ করেছেন কর্তৃপক্ষ।
আরও শুনুন: হিন্দু রীতিতে পরালেন সিঁদুর, বেনারসের মন্দিরে বিয়ে সারলেন মুসলিম যুগল
এর আগে কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউ তছনছ করে দিয়েছে দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো। অনেকেই এই মারণ রোগে হারিয়েছেন প্রিয়জনকে। তাই নতুন করে সেই মারণ ভাইরাসের সংক্রমণ দেখা দিতেই সতর্ক হয়েছে দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে নতুন করে কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে। বিশেষভাবে ঘোষণা করা হয়েছে মাস্ক পরার কথা। একই পরামর্শ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ শুনেই সতর্কতা প্রচারে এহেন উদ্যোগ নিয়েছেন বেনারসের ওই মন্দিরটির কর্তৃপক্ষ।
বেনারসে বিশ্বনাথ মন্দিরের অনতিদূরে অবস্থিত পঞ্চদেব শিবমন্দির। আর সেখানেই দেখা গিয়েছে করোনা সচেতনতার এই ছবি। মন্দিরের প্রধান আরাধ্য শিব, সেই শিবলিঙ্গকে মাস্ক পরানো হয়েছে। একইভাবে শিবলিঙ্গ ছাড়াও যেসব দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দিরে, সেই সব বিগ্রহের মুখেই মাস্ক পরিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, মন্দিরের বাইরে একটি পোস্টারে বেশ কিছু নিয়মের কথাও লিখেছেন তাঁরা। কোভিড নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া নির্দেশই মূলত লেখা রয়েছে সেখানে। তবে একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, শিবলিঙ্গ স্পর্শ করার আগে অবশ্যই যেন হাত স্যানিটাইজ করে নেন ভক্তরা। পাশাপাশি মন্দিরে পুজো দেওয়ার সময় যেন দূরত্ব বজায় রাখা হয়, সেকথাও লেখা রয়েছে ওই নির্দেশিকায়।
আরও শুনুন: ‘ডিভোর্সি নারীর মতো জীবন ছিল সীতার’, বিজেপি নেতার মন্তব্যে ঘনাল বিতর্ক
মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের করোনা সম্পর্কে সচেতন করাই তাঁদের প্রধান উদ্দেশ্য। নতুন করে করোনার বাড়বাড়ন্ত রুখতেই এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, জানিয়েছে যোগীরাজ্যের এই মন্দিরটি।