গাড়ি নয়। বিয়েতে যৌতুক হিসেবে একটি বুলডোজার উপহার দিয়েছেন পাত্রীর বাবা। আর সেই উপহার দেওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। যদিও এর নেপথ্যে অদ্ভুত এক যুক্তি সাজিয়েছেন তিনি। তাঁর মতে গাড়ির বদলে এই বুলডোজারই নাকি বেশি লাভজনক হবে মেয়ের জন্য। কী এমন যুক্তি রয়েছে এর নেপথ্যে? আসুন,শুনে নিই।
বিয়েতে উপহার হিসেবে দেওয়া হয়েছে বুলডোজার! আর এমন উপহার যৌতুক হিসেবে নতুন জামাইকে দিয়েছেন স্বয়ং পাত্রীর বাবা। যদিও এমন উপহার দেওয়ার নেপথ্যে তাঁর নিজস্ব এক যুক্তি রয়েছে। সেই যুক্তি অনুযায়ী মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এমন উপহার বেছে নিয়েছেন তিনি।
আরও শুনুন: মহার্ঘ চাকরি ছেড়ে মা-কে নিয়ে দেশভ্রমণ ছেলের, স্কুটারে চেপেই পেরোলেন ৫৬ হাজার কিলোমিটার
সাম্প্রতিক কিছু ঘটনার জেরে যোগীরাজ্যে ‘বুলডোজার’ অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রায়শই উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার ঘটনা খবরের শিরোনামে জায়গা পায়। যে কোনও অবৈধ নির্মাণই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্য প্রশাসনের হাতে, আর তা নিয়ে বিস্তর বিতর্কু দেখা দেয়। সেই উত্তরপ্রদেশেই আবারও শিরোনামে উঠে এসেছে বুলডোজার। তবে এবারে সম্পূর্ণ ভিন্ন এক কারণে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সাউখার গ্রামের বাসিন্দা পরশুরাম, তাঁর মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে উপহার দিয়েছেন একটি আস্ত বুলডোজার। পাত্র যোগেন্দ্র পাশের গ্রামেই থাকেন। বিয়ের পর কনে বিদায়ের সময় পাত্রকে ডেকে বেলুন দিয়ে সাজানো বুলডোজারের চাবি উপহার দেন পরশুরাম। আর সেই ভিডিও নেট মাধ্যমে প্রকাশ পেতেই নিমেষের মধ্যে ভাইরাল।
কিন্তু এমন উপহার দেওয়ার কারণ কী?
আরও শুনুন: শিঙাড়া খাওয়াও ধর্মবিরুদ্ধ! কোন দেশে চালু আছে এই নিয়ম?
পরশুরামের মতে উপহার হিসেবে সাধারণ কোনও গাড়ি দিলে তা কেবলমাত্র প্রয়োজন হলেই তাঁর মেয়ে-জামাই ব্যবহার করতো। বাকি সময় তা এমনিই পড়ে থাকত। তাই বুদ্ধি করে তিনি মেয়ের জন্য এই বুলডোজার উপহার দিয়েছেন। তাঁর মতে বুলডোজার ভাড়া দিয়ে বেশ ভালোই উপায় করতে পারবেন তাঁর মেয়ে-জামাই। এমনকি সারাবছর ধরেই বুলডোজারের জন্য পয়সা আসতে থাকবে তাঁদের ঘরে। আর এমন কারণ শুনে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকেই এই অভিনব উপহারটিকে তাই যৌতুকের বদলে ইনভেস্টমেন্ট বলেছেন।