মায়ের ইচ্ছা, দেশভ্রমণ করবেন। এদিকে বৃদ্ধাকে একা ছাড়বেন কী করে? তাই মোটা টাকার চাকরি ছেড়ে নিজের স্কুটারে চেপেই মা-কে নিয়ে দেশভ্রমণে বেরিয়েছেন এই ব্যক্তি। বিগত দুবছর ধরে এইভাবেই ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরছেন তাঁরা। আসুন, শুনে নেওয়া যাক তাঁদের কথা।
রবিঠাকুরের বীরপুরুষ আমাদের শুনিয়েছিল ‘মা’-কে নিয়ে বিদেশ ঘোরার গল্প। সেখানে ছোট্ট খোকার মধ্যে নিজেকে খুঁজে পায়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তেমনই মাকে নিয়ে ভ্রমণে বেরিয়েছেন দক্ষিণ ভারতের এই ব্যক্তি। মায়ের ইচ্ছা পূরণের জন্য স্কুটারে চেপেই মা-কে নিয়ে দেশভ্রমণে বেরিয়েছেন তিনি। বিগত দুবছরে ভারতের প্রায় ৫৬ হাজার কিলোমিটার ঘুরেও ফেলেছেন তাঁরা।
আরও শুনুন: বাবা অকালে প্রয়াত, ২৫ বছর পর মায়ের ফের বিয়ে দিলেন তরুণী
দক্ষিণা মূর্তি কৃষ্ণ কুমার নামে এই ব্যক্তি বেঙ্গালুরু শহরের বাসিন্দা। ছোট থেকেই যৌথ পরিবারে মানুষ হয়েছেন তিনি। তাঁর মতে, পরিবার দেখভাল করতে গিয়ে তাঁর মা কখনও নিজের শখ আহ্লাদ মেটানোর সুযোগ পাননি। তাই বাবার মৃত্যুর পর তিনি ঠিক করেছিলেন মা-কে নিয়ে দেশভ্রমণে বেরোবেন। কিন্তু তখন তিনি এক বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মী। বেতনও নেহাত মন্দ নয়। তবু মায়ের ইচ্ছাপূরণ সবার আগে। তাই নির্দ্বিধায় সেই চাকরি তিনি ছেড়ে দেন। তারপর নিজের স্কুটারে মা-কে চাপিয়ে বেরিয়ে পড়েন। ২০১৮ সালে শুরু হয়েছিল তাঁদের সেই যাত্রা। তারপর টানা দু-বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন তাঁরা। কিন্তু ২০২০ সালে মহামারীর কারণে থামাতে হয় তাঁদের সেই যাত্রা। তারপর আবার চলতি বছরের মাঝে ব্যাগ নিয়ে সেই স্কুটারে চড়েই বেরিয়ে পড়েছেন তাঁরা।
আরও শুনুন: শিঙাড়া খাওয়াও ধর্মবিরুদ্ধ! কোন দেশে চালু আছে এই নিয়ম?
ইতিমধ্যেই তাঁরা প্রায় ৫৬ হাজার ৫২২ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছেন। ঘুরেছেন দেশের বিভিন্ন মন্দিরে। ছেলের এমন উদ্যোগে ভীষণ খুশি হয়েছেন কৃষ্ণ কুমারের মা-ও। কবে বাড়ি ফিরবেন তাঁরা, সেসব এখনও ভাবেননি। আপাতত এই হঠাৎ পাওয়া আনন্দকেই পুরোপুরি উপভোগ করছেন ওই বৃদ্ধা।