বর্ণাঢ্য সূচনা ২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের। রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর সঙ্গেই উপস্থিত সিনেদুনিয়ার নক্ষত্ররা। জামিন মিলল গোধরা কাণ্ডে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্তর। আপাতত জারি নয় পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি। শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে দুর্ঘটনার জেরে তোলপাড় রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টে জারি নেতার রক্ষাকবচ। লালন শেখ মৃত্যু কাণ্ডে বিভাগীয় তদন্তের রিপোর্ট পেশ করবে সিবিআই।
হেডলাইন:
আরও শুনুন: 13 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- লালন শেখের মৃত্যুর কারণ বিস্তারিত জানাক CBI, দাবি মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. বর্ণাঢ্য সূচনা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর পাশাপাশি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনে-সঙ্গীত দুনিয়ার তাবড় নক্ষত্ররা। বিগত কয়েক বছরের মতো এবারও বর্ণময় উপস্থিত অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের। আর এই উদ্বোধন মঞ্চ থেকেই অমিতাভকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে শত্রুঘ্ন সিনহা জানিয়েছিলেন, অমিতাভকে যেন এবার থেকে শুধু ন্যাশনাল আইকন-ই বলা হয়। নক্ষত্র সমাহারের মধ্যেই রাজ্যপাল মনে করিয়ে দিলেন সেই সব সাধারণ মানুষের কথা, যাঁদের জন্য সার্থকতা পায় শিল্প এবং সিনেমা। এদিনের অনুষ্ঠানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চলচ্চিত্রের ইতিহাস ছুঁয়ে, দেশ-কালের নিরিখে সিনেমার ভূমিকা তুলে ধরলেন অমিতাভ বচ্চন। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন স্মরণ করিয়ে সিনেমা ও সমাজের মেলবন্ধনের দিকটির কথা উল্লেখ করেছিলেন আর এক বিশিষ্ট অতিথি মহেশ ভাট। অন্যদিকে আধুনিক সময়ে সোশ্যাল মিডিয়ার সংকীর্ণতার উলটোদিকে সিনেমা যে খোলা আকাশ হয়ে উঠতে পারে, সেই কথা মনে করিয়ে দিলেন শাহরুখ খান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, কুমার শানু এবং অরিজিৎ সিং-ও। মুম্বই ও বাংলার এই সাংস্কৃতিক যোগসূত্রের কথা উঠে এল মুখ্যমন্ত্রীর কথায়। সিনেমা ও সংস্কৃতির উদযাপনের মঞ্চে তিনি জানালেন, বাংলার সাহস ও সংহতির কথা। জানালেন বাংলা উদযাপন করে বৈচিত্রের মধ্যে ঐক্যকে, বাংলা সাহসি, বাংলা কখনও মাথা নত করে না। সেই সঙ্গে দেশের স্বাধীনতার ৭৫ বছরে স্মরণ করেন শহিদদের। প্রয়াত লতা মঙ্গেশকরের গানে গানেই বাংলার সঙ্গে দেশের আত্মিক যোগাযোগের কথা তুলে ধরেন তিনি। সাংস্কৃতিক বৈচিত্র উদযাপনের সুরেই সূচনা হল সিনেমা উদযাপনের এই বার্ষিক উৎসবের। ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের চলচ্চিত্র উৎসব।
2. গোধরায় সাবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনার এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চ শর্তসাপেক্ষে তার জামিনের নির্দেশ দিয়েছে নিম্ন আদালতকে। এর আগে গোধরা কাণ্ডের অভিযুক্তদের জামিনের তীব্র বিরোধিতা করেছিল গুজরাট সরকার। তারা জানিয়েছিল, গোধরার মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্তদের কোনওভাবেই ছাড় দেওয়া যায় না। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ওই যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। যদিও তার জামিনের বিরোধিতা করেছিলেন সরকারি আইনজীবী তুষার মেহতা। ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ থাকলেও, পরিস্থিতির বিচারে তার অপরাধ লঘু নয়, এমনটাই মত ছিল আইনজীবীর। এদিকে সাজাপ্রাপ্তর আইনজীবী পালটা সওয়ালে জানান, ওই ব্যক্তি গত ১৭ বছর ধরে কারাগারে বন্দি। কিন্তু তার বিরুদ্ধে একমাত্র অভিযোগ ট্রেনে পাথর ছোঁড়া। এই প্রসঙ্গে বেঞ্চ একটি ভিন্ন ঘটনার দিকেও নজর দেয়। এর আগে গোধরা কাণ্ডের আরেক অপরাধী স্ত্রীর অসুস্থতার কারণে জামিন পেয়েছিল। এরপরই প্রধান বিচারপতি অভিযুক্তর জামিন মঞ্জুরের নির্দেশ দেন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।