একটা দুটো নয় চুরি গিয়েছে হাজার চারেক ডিম। তা-ও কিনা সেগুলো বরাদ্দ ছিল সেনার জন্য। তা এই অসম্ভব কাণ্ড কী করে ঘটল? শুনেই নেওয়া যাক।
অটো ভর্তি ডিম দেখে বোধহয় আর মাথার ঠিক রাখতে পারেননি চালক। ডিমের মালিককে ধোঁকা দিয়ে তিনি ফেরার হয়েছেন। যার ফল হয়েছে এই যে, সেনার জন্য বরাদ্দ হাজার চারেক ডিম আপাতত হাতছাড়া হয়েছে।
আরও শুনুন: বেঁচে ফিরলেন ‘নিহত’ তরুণী, ঘটনায় হতবাক খুনের দায়ে জেলবন্দি আসামি
ঘটনাটি যে বেশ অদ্ভুত তা নিয়ে সন্দেহ নেই। জানা যাচ্ছে, মুরার অঞ্চলে সেনা ক্যান্টনমেন্টে খাবার সরবরাহ করেন নিজামুদ্দিন খাঁ। হাজার চারেক ডিম নিয়ে তিনিই রওনা দিয়েছিলেন ক্যানটনমেন্টের মেসের দিকে। তবে না, তিনি নিজে অবশ্য ডিমগুলি নিয়ে যাচ্ছিলেন না। একটি অটোয় সেগুলি তুলে, তিনি নিজে যাচ্ছিলেন মোটর সাইকেলে। মাঝপথে এক ট্রাফিক সিগন্যালে গিয়েই ঘটে গোলমাল। তিনি সিগন্যাল সবুজ হওয়ার অপেক্ষা করছিলেন। সেই সুযোগে অন্য পথ ধরে অটোটি। একটি পরে নিজামুদ্দিন খেয়াল করে দেখেন, অটোটি আর নেই। বিস্তর খোঁজাখুঁজি করে অটোর কোনও হদিশই পাননি তিনি। বোঝেন যে, অতগুলো ডিম নিয়ে চম্পট দিয়েছে অটোচালক। শেষমেশ চালকের কোনও কুলকিনারা না পেয়ে, মুরার থানায় গিয়ে বেপাত্তা অটোচালকের নামে অভিযোগ দায়ের করেন তিনি।
আরও শুনুন: ধর্মনিরপেক্ষ দেশে কোনও ধর্মগুরু ‘পরমাত্মা’ নন, অনুকূলচন্দ্রকে নিয়ে আবেদন খারিজ শীর্ষ আদালতের
অভিযোগ পেয়ে পুলিশও অটোচালকের খোঁজ শুরু করে। বেশি মাথা ঘামাতে হয়নি অবশ্য পুলিশকে। অটোর নম্বরের সূত্র ধরেই চালককে চিহ্নিত করতে পেরেছেন তাঁরা। তবে না দেখা মিলেছে গাড়ির, না মানুষের। হাজার চারেক ডিম নিয়ে এখনও বেপাত্তা ওই চালক। পুলিশ জানিয়েছে, খোঁজ চলছে জোর কদমে। তবে সেনার জন্য বরাদ্দ ডিম চুরি করে এমন ফেরার হওয়ার ঘটনা যে বেশ অদ্ভুত এবং বিরল, তা বলাই যায়।