ষড়যন্ত্র সত্ত্বেও নির্বিঘ্নেই মিটল TET। পাঁচটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গেলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। পর্ষদকে দরাজ সার্টিফিকেট ব্রাত্য বসুর। দিঘার সমুদ্র ভাঙনের সমস্যা মেটাতে উদ্যোগী কুণাল ঘোষ। ‘গরু পাচারকারীদের সাহায্য করছে রাজ্য পুলিশ’। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হিমাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ সুখবিন্দর সিং সুখুর। অনুষ্ঠানে হাজির রাহুল, প্রিয়াঙ্কা, মল্লিকার্জুন খাড়গেও। নাগপুর মেট্রোর উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কোয়ার্টার ফাইনালে জিতেও স্বস্তি নেই আর্জেন্টিনার। ফিফার শাস্তির মুখে মেসিরা।
হেডলাইন:
আরও শুনুন: 10 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- বিঘ্ন ঘটতে পারে টেট-এ, পরীক্ষার আগে আশঙ্কা পর্ষদ সভাপতির
আরও শুনুন: 9 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- নিয়োগ দুর্নীতির ‘আঁতুড়ঘর’ SSC অফিস, হাই কোর্টে দাবি সিবিআইয়ের
বিস্তারিত খবর:
1. বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া প্রায় নির্বিঘ্নেই মিটেছে টেট। রবিবার এমনটাই দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরীক্ষা শুরু হওয়ার পরই পর্ষদকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিনি।
প্রাথমিক টেট বানচাল করার চেষ্টা হতে পারে, আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নপত্রের ছবি ঘুরতে শুরু করে। সঙ্গে ছিল উত্তরপত্রও। খবর পেয়েই পুলিশ ও সাইবার সেলের সহযোগিতায় সেই প্রশ্নপত্র যাচাই করা হয়। দেখা যায় পুরোটাই ভুয়ো। এদিন শুভেন্দু অধিকারীর অভিযোগেরও পালটা দিয়ে ব্রাত্য বসুর মন্তব্য, “ওঁকে কেউ যদি ফোন করে অভিযোগ করে, তাহলে আমাদের জানান। হাওয়ায় কথা ভাসিয়ে কী লাভ?” মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে সুষ্ঠুভাবে টেট নিতে না পারে, বিরোধীরা সেই চেষ্টা করেছিল বলেও পালটা দাবি শিক্ষামন্ত্রীর। অতিরিক্ত যানজটের কারণে এদিন কলকাতা-সহ একাধিক জেলার পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়েন কিছু পরীক্ষার্থী। যা দেখে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শর্তসাপেক্ষে বাড়ায় পর্ষদ। পরীক্ষা চলাকালীন পরপর পাঁচটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান খোদ পর্ষদ সভাপতি গৌতম পাল। নিরাপত্তার দিক দিয়ে গ্রিন সিগন্যাল পেলেও এদিনের পরীক্ষা ঘিরে বেশ কিছু যান্ত্রিক গোলযোগের অভিযোগ উঠেছে। দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে বায়োমেট্রিক ঠিকমতো কাজ না করায় পরীক্ষা শেষের পরেও প্রায় ৪০ মিনিট ধরে স্কুলেই আটকে ছিলেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের দাবি, বায়োমেট্রিক ছাড়াই একসময় বাড়ি চলে যেতে বলা হয় তাঁদের। ভবিষ্যতে চাকরিক্ষেত্রে সমস্যা হতে পারে এই আশঙ্কায় স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন টেট পরীক্ষার্থীরা। যদিও এ বিষয়ে বিকল্প বন্দোবস্ত নেওয়ার কথা জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। টেট দুর্নীতির আবহে সফলভাবেই এদিনের অ্যাসিড টেস্টে পাশ করে গিয়েছে রাজ্য সরকার, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
2. হলদিয়ার দু’টি গ্রামে বিদ্যুৎ সংযোগের বন্দোবস্ত আগেই করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবার তাঁর লক্ষ্য দিঘার সমুদ্রে ভাঙনের সমস্যা মেটানো। সেই উদ্দেশ্য নিয়েই রবিবার সকালে দিঘা মোহনায় চা চক্রে শামিল হলেন কুণাল ঘোষ। সঙ্গে ছিলেন মন্ত্রী অখিল গিরিও। পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী ১৫ দিনের মধ্যে সেচমন্ত্রী নিজে এলাকায় আসবেন বলেও আশ্বাস তৃণমূল নেতার।
সমুদ্র ভাঙন নিয়ে একাধিক অভিযোগ পেয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সরেজমিনে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতেই এদিন দিঘায় যান কুণাল। সেখানে বেশ কিছুক্ষণ মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে কথা হয় তাঁর। তড়িঘড়ি সমস্যা সমাধানের উদ্যোগ নিতে সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন তিনি। সব শুনে ওই এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন সেচমন্ত্রী। এছাড়াও জমির পাট্টা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আগামী ৭২ ঘণ্টার মধ্যে উদ্যোগ নেওয়া হবে বলেও এদিন জানান কুণাল ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।