চলন্ত মেট্রোয় টিফিন বাক্স থেকে খাবার খাচ্ছিল এক খুদে। আচমকা ঝাঁকুনিতে টিফিন বাক্সটি তার হাত ফসকে মাটিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে বাক্সের ভিতরে থাকা খাবার মেট্রোর মেঝেতে ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিজে হাতেই সেই খাবার পরিষ্কার করতে শুরু করে ওই খুদে। স্কুল ইউনিফর্ম পরে তার খাবার পরিষ্কারের ছবি যথারীতি ক্যামেরাবন্দি করে ফেলেন এক নেটিজেন। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই খুদের প্রশংসায় ভরে উঠেছে নেটদুনিয়া। আসুন, শুনে নেওয়া যাক।
স্কুল ইউনিফর্ম পরে চলন্ত মেট্রোর মেঝে থেকে কিছু তুলছে এক খুদে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে অন্তত এমনটাই দেখা গিয়েছে।
কিন্তু এরকম একটা ছবি হঠাৎ ভাইরাল হল কেন? সে-প্রশ্নের উত্তর পাওয়া গেল জনৈক নেটিজেনের পোস্ট করা ছবির ক্যাপশনে থেকে। যা একইসঙ্গে মনে করিয়ে দিল বিশ্বকাপে অংশ নেওয়া জাপানের কথা।
আরও শুনুন: নিয়মের রক্তচক্ষু, তবু খোলামেলা পোশাকেই কাতার কাঁপাচ্ছেন ক্রোয়েশিয়ার সুন্দরী
আশু সিং নামে এক ব্যক্তি সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে এক স্কুল ইউনিফর্ম পরা খুদে নিজে হাতে মেট্রোর মেঝে থেকে কিছু কুড়িয়ে নিচ্ছে। আপাতদৃষ্টিতে সেই ছবি দেখে কিছু বোঝা না গেলেও, ঘটনাটি পরিষ্কার হয় তাঁর লেখা ক্যাপশন পড়লে। তিনি লিখেছেন, এই খুদে নাকি কিছুক্ষণ আগেই টিফিন বাক্স থেকে খাবার খাচ্ছিল। চলন্ত মেট্রোর ঝাঁকুনিতে তার হাত ফসকে সেই টিফিন বাক্স পড়ে যায়। মুহূর্তের মধ্যে সব খাবার মেট্রোর মেঝেতে ছড়িয়ে পড়ে। এমন ঘটনার পর বিন্দুমাত্র বিচলিত না হয়ে সে নাকি ব্যাগের ভিতর থেকে একটি খাতা বার করে। তারপর সেই খাতার একটি পাতা ছিঁড়ে নিজেই মেঝেতে থাকা খাবার পরিষ্কার করতে শুরু করে। শুধু তাই নয়, মেঝে থেকে খাবার তোলা হয়ে গেলে নিজের রুমাল বার করে জায়গাটি ভালো করে মুছেও দেয় সে। চারিদিকে অনেকেই তখন তার দিকে তাকিয়ে, কিন্তু সেসব দিকে না তাকিয়ে দায়িত্ব নিয়ে মেট্রোর মেঝেটুকু পরিষ্কার করে ফেলে সে। আর এমন ছবি প্রকাশ পেতেই নেটদুনিয়া ভরে উঠেছে ওই খুদের প্রশংসায়।
আরও শুনুন: লটারিতে স্বামী জিতেছেন ১.৩ কোটি, টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চললেন স্ত্রী
পাশাপাশি তার এমন আচরণ মনে করিয়ে দিচ্ছে জাপানের ফুটবল টিমের কথা। চলতি বিশ্বকাপের ম্যাচগুলিতে দুর্দান্ত পারফর্মেন্সের পাশাপাশি আরও একটি কারণে আলোচনায় রয়েছে জাপান। কারণ জাপানের খেলোয়াড়রা খেলার পর সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলেন তাঁদের ড্রেসিং রুম। নিজেদের জার্সিগুলোও তাঁরা নাকি ভাঁজ করে রেখে দিয়েছিলেন টেবিলে। এমনকি জাপানের সমর্থকদেরও খেলার শেষে গ্যালারি পরিষ্কার করতে দেখা গিয়েছিল। স্বাভাবিক ভাবেই এই খুদে দেখেও অনেকের মনে জাপানের সেই মহানুভবতার কথা এসেছে। এছাড়াও ভারত সরকারের স্বচ্ছ ভারত অভিযানের কথাও এই প্রসঙ্গে উঠে এসেছে। অনেকেই মনে করেছেন বর্তমান প্রজন্মের কাণ্ডারি হিসেবে এই খুদে ভবিষ্যতে আমাদের পরিবেশ রক্ষার অঙ্গীকার বয়ে নিয়ে যাবে।