নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও। আর তা দেখে যেন বিস্ময়ের ঘোর কাটছে না নেটিজেনদের। ভিডিওর বিষয়বস্তু অবশ্য ভয় পাওয়ার মতোই। বিষধর একটি কিং কোবরাকে স্নান করাচ্ছেন অকুতোভয় এক ব্যক্তি। ভয়ঙ্কর সাপটি কি ব্যক্তির পোষ্য? আসুন শুনে নিই।
নেটপাড়ায় অজস্র ঘটনা প্রতিনিয়ত ছড়িয়ে পড়ে। তার মধ্যে দু-একটিই মানুষের মনে দাগ কেটে যায়। সম্প্রতি সেরকমই এক ভিডিও দেখে প্রায় শিউরে উঠলেন সকলে। অবাকও হলেন। এরকমটা যে আদৌ সম্ভব হতে পারে, তাই-ই যেন কল্পনার অতীত।
আরও শুনুন: জনমানবহীন, শূন্য কবরও, ‘মৃতদের গ্রাম’ থেকে রাতারাতি উধাও হয়েছিল সবকিছু
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি আস্ত কিং কোবরাকে স্নান করাচ্ছেন এক ব্যক্তি। তার জন্য অবশ্য কোনও বিশেষ কায়দা-কানুন নেই। নেই সুরক্ষার ব্যবস্থাও। একেবারে বাথরুমে নিয়ে গিয়ে জল ঢালা হচ্ছে সাপের মাথায়। বালতি থেকে মগের পর মগ জল ঢালা হলেও, বিষধর শান্ত হয়ে তা মেনেই নিচ্ছে। আর এতেই অবাক হওয়ার পালা।
আরও শুনুন: ঠোঁটে ঠোঁট রেখে রেকর্ড, ৫৮ ঘণ্টার দীর্ঘতম চুম্বনে গিনেস বুকে নাম দম্পতির
কিং কোবরা তো যেমন তেমন সাপ নয়। বিশ্বের বিষধর সাপগুলির মধ্যে অন্যতম। তাদের দৈর্ঘ্যও বেশি। সচরাচর ১০ থেকে ১২ ফুট লম্বা হয় তারা। বলা হয়, কিং কোবরা নাকি আক্ষরিক অর্থেই প্রায় প্রমাণ উচ্চতার মানুষের সমান সমান হয়ে উঠে দাঁড়াতে পারে। উঠে আসতে পারে মানুষের চোখের কাছাকাছি। আর বিষ? ন্যাশনাল জিওগ্রাফিক-এর মতে, এক ছোবলে যে পরিমাণ বিষ ঢালতে পারে কিং কোবরা, তাতে অন্তত জনা কুড়ি মানুষের ভবলীলা সাঙ্গ হতে পারে। সব মিলিয়ে ভয়ংকর বিশেষণই কিং কোবরার জন্য প্রযোজ্য। এহেন কিং কোবরাকে রীতিমতো পোষ্যের আদরে ওই ব্যক্তিকে স্নান করাতে দেখে রীতিমতো চমক লেগেছে নেটদুনিয়ার। নেটিজেনদের একাংশের ধারণা, পোষ্য না হলে স্নানের সময় কিং কোবরা এমন শান্ত হয়ে থাকতে পারত না। এমনিতে অবশ্য কিং কোবরার স্নানের প্রয়োজন হয় না। তবে এই ভিডিওতে ব্যক্তিটি যেভাবে প্রাণীটির গায়ে জল ঢালছেন, তাতে যেন বোঝা যাচ্ছে যে, বিষয়টি একদিনের নয়। প্রায়শই এরকম হয়ে থাকে।
আরও শুনুন: প্রতি কেজির দাম ৮৫ হাজার টাকা, সোনার থেকেও মহার্ঘ বিশ্বের সবথেকে দামি সবজি
তবে ওই ব্যক্তির পরিচয় অবশ্য জানা যায়নি। কেনই বা কিং কোবরার মতো ভয়ঙ্কর প্রাণী তাঁর পোষ্য তা-ও সকলের কাছে অজ্ঞাত। তবে তাঁকে দেখে নেটিজেনরা একটা কথা বলতে বাধ্য হয়েছেন, জীবনের মায়াদয়া বোধহয় ভদ্রলোকের নেই! তবে তাঁর সাহস দেখে অনেকের কাছেই এটা স্পষ্ট যে, তিনি একজন পেশাদার স্নেক-হ্যান্ডলার। নইলে এমন অকুতোভয়ে কিং কোবরাকে স্নান করানো তো আর চাট্টিখানি কথা নয়! তবে ছাপোষা মানুষ এ ভিডিও দেখে চমকেই উঠেছেন। সুকুমারের ছড়ায় অবশ্য সেরকম সাপের কথা শোনা গিয়েছে, যারা নাকি ‘ছোটে না কি হাঁটে না,/ কাউকে যে কাটে না,/করে না কো ফোঁসফাঁস/মারে নাকো ঢুসঢাস’। তা নেটদুনিয়ায় কিং কোবরাকে যে তেমন শান্ত মেজাজে দেখা যাবে, তাই বা কে জানত! আর সে কারণেই এই ব্যক্তিকে কুর্নিশও জানিয়েছেন বহু মানুষ।
इतने ठंड में बेचारे सांप को पानी से नहला रहा है 🥲🐍🙏 pic.twitter.com/DtkrL4xiW3
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) December 2, 2022