শিয়ালদহে দুই ট্রেনের ধাক্কায় চাঞ্চল্য। যান্ত্রিক ত্রুটি নয়, সিগন্যাল না মানার কারণেই দুর্ঘটনা। প্রাথমিক তদন্তের পর জানাল রেল। সাসপেন্ড অভিযুক্ত চালক। ভাল ব্যবহারের জন্য ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিলকিস বানো। বাড়ল দুয়ারে সরকার পরিষেবার মেয়াদ। ৫ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে এই শিবিরের সুবিধা। SLST নিয়োগে ফের অন্তর্বর্তী স্থগিতাদেশ। ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ল স্থগিতাদেশের মেয়াদ।
হেডলাইন:
আরও শুনুন: 29 নভেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- ডিএলএড পরীক্ষায় প্রশ্ন ফাঁসে CID তদন্তের নির্দেশ নবান্নর
বিস্তারিত খবর:
1. সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে খোশমেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগের দিন হিঙ্গলগঞ্জের জনসভায় বিতরণের শীতবস্ত্র না পেয়ে বিরক্ত হয়েছিলেন। ধমক দিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকদের। তবে দ্বিতীয় দিনে তাঁকে পাওয়া গেল স্বমেজাজে। এদিন লঞ্চে চেপে সুন্দরবন অঞ্চল প্রদর্শনে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ চালকের আসনে বসে লঞ্চও চালান তিনি। এদিন একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান তিনি। তাঁদের সঙ্গে গল্পগুজব করেন। গৃহস্থের সঙ্গে কথা বলে নানা সুবিধা-অসুবিধার খবর নেন। এদিন তাঁদের রান্না করা খাবারেই মোটা চালের ভাতে মধ্যাহ্নভোজ সারেন মমতা। জানতে পারেন, রেশনের চালেই রান্না হয়েছে। এরপরই চালের মান উন্নয়নের পরামর্শ দেন প্রশাসনিক কর্তাদের। ঘরের মেয়ে হয়েই এদিন সুন্দরবনে জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী।
2. শিয়ালদহে দুই ট্রেনের ধাক্কায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন রানাঘাট লোকালের সঙ্গে কারশেডগামী একটি ট্রেনের ধাক্কা লাগে। ঘটনার প্রাথমিক তদন্তের পর অবশ্য চালকের সিগন্যাল না মানাকেই কারণ হিসাবে দর্শানো হয়েছে। অভিযুক্ত চালককে সাসপেন্ডও করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে রেলের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট দূরত্ব অবধি গিয়ে কারশেডগামী ট্রেনটিকে থামতে বলা হয়েছিল। কিন্তু ট্রেনের চালক সেই কথা মানেননি। কারশেডগামী ট্রেনটি তাই রাণাঘাটগামী ট্রেনের বগিতে ধাক্কা মারে। একটি ট্রেনের চাকা লাইনের বাইরে বেরিয়ে যায়। গঠন করা হয় তদন্ত কমিটি। সেই তদন্তের রিপোর্ট অনুযায়ী, সিগন্যালিংয়ে বিভ্রাট হয়নি। বরং কারশেডগামী ট্রেনটির চালক সিগন্যাল মানেনি। ওই ট্রেনটির চালক মদ্যপ ছিলেন কি না, তাঁর মানসিক অবস্থা কীরকম ছিল, তা খতিয়ে দেখছে রেল। অভিযোগ উঠছিল, ইন্টারলকিং কেবিন বা আরআরআই কেবিনে সমস্যা ছিল। কিন্তু এরকম কোনও যান্ত্রিক সমস্যা ছিল না বলেই জানিয়েছে রেল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।