ডিএলএড-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে তৎপর নবান্ন। প্রশ্নপত্র কীভাবে ফাঁস, কারা জড়িত ঘটনায়- জানতে নির্দেশ CID তদন্তের। হিঙ্গলগঞ্জের সভায় বিপত্তি। বিলির জন্য আনা শীতবস্ত্র না পেয়ে সভা থামালেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ভর্ৎসনা প্রশাসনিক কর্তাদের। সাবিত্রী মিত্রের মন্তব্যে মঙ্গলবার ফের উত্তাল বিধানসভা। মুলতুবি প্রস্তাব আনার সিদ্ধান্ত বিজেপির, খারিজ স্পিকারের। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ডিএলএড পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে কড়া পদক্ষেপ করল নবান্ন। কীভাবে ফাঁস হল প্রশ্নপত্র, কারা এর সঙ্গে জড়িত, জানতে চেয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিল নবান্ন। সোমবার ডিএলএড-এর পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল। তা নিয়ে শোরগোল পড়ে রাজ্যে। পরীক্ষা শেষের পরই সাংবাদিক সম্মেলন করে এর নেপথ্যে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছিলেন, “এটা প্রশ্নপত্র ফাঁস নয়, পর্ষদের-সরকারের সম্মানহানির চেষ্টা।” এত গোপনীয়তা থাকা সত্ত্বেও কীভাবে প্রশ্ন ফাঁস হয়, তা নিয়ে রীতিমতো আক্ষেপ করেছিলেন পর্ষদ সভাপতি। পাশপাশি অভিযোগ পেলে তদন্ত হবে বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি। এবার এ ব্যাপারেই তৎপর হল রাজ্য। পুরো ঘটনা কীভাবে ঘটল, কারা এর নেপথ্যে রয়েছে তা তদন্ত করে দেখবে সিআইডি। সত্যিই পর্ষদের সম্মানহানির চেষ্টা করা হইয়েছে কি-না, তা খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা। তদন্তের রিপোর্ট দ্রুত জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
2. হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রীর সভায় বিপত্তি। বিলি করার জন্য আনা শীতবস্ত্র সভায় না পেয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সভামঞ্চ থেকেই প্রায় ১৫ হাজার শীতবস্ত্র বিলি হওয়ার কথা ছিল। আমজনতার জন্য সরকারের তরফে আনা সেই শীতবস্ত্র দেখতে না পেয়ে এক সময় ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি নিজেই শীতবস্ত্র সকলের হাতে তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু সভা চলাকালীন যখন সেগুলির খোঁজ করেন, তখন পাওয়া যায় না। বিরক্ত মুখ্যমন্ত্রী শীতবস্ত্র না-আসা পর্যন্ত সভা থামিয়ে দেন। বিডিও, জেলাশাসকরা দায়িত্ব পালন না করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বসে পড়েন। নির্দেশ দেন শীতবস্ত্র আনার। তাঁর এহেন নির্দেশের পরই বিডিও অফিস থেকে তড়িঘড়ি শীতবস্ত্র আনা হয়। বেশ কিছু মানুষের হাতে তা তুলে দেন মুখ্যমন্ত্রী। তবে বিডিও অফিস সভামঞ্চ থেকে অনেক দূরে হওয়ায় সমস্ত জিনিস আনা সম্ভব হয়নি। আগামিকাল অর্থাৎ বুধবার ফের বস্ত্র বিতরণ করারই পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।