৬৭ বছরের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছিল কিছুদিন আগে। রহস্যময় সেই মৃত্যুর তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। জানা যাচ্ছে, অল্পবয়সি সঙ্গিনীর সঙ্গে সঙ্গমের সময়ই উত্তেজনায় মৃত্যু হয় বৃদ্ধের। আবার স্বামীর সহায়তাতেই বৃদ্ধের মৃতদেহ লোপাট করেন সেই মহিলা। কীভাবে এই রহস্যের সন্ধান পেল পুলিশ? আসুন শুনে নিই।
পরতে পরতে রহস্য। অবৈধ প্রণয়। সঙ্গমকালে মৃত্যু এবং দেহ লোপাট। এক বৃদ্ধের মৃত্যুরহস্যের তদন্ত করতে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এল পুলিশের। গত ১৭ নভেম্বরে বেঙ্গালুরুতে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। তারপর থেকেই এই মৃত্যুরহস্যের অনুসন্ধান করছিল পুলিশ। বৃদ্ধের পরিবারের সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য হাতে আসে। জানা যায়, এক আত্মীয়ের বাড়ি যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন বৃদ্ধ। কিন্তু আর ফিরে আসেননি। তারপরই নিখোঁজ ডায়রি করা হয়। কিন্তু এই তথ্যেও যেন রহস্যের জট সেভাবে খুলছিল না।
আরও শুনুন: লটারিতে স্বামী জিতেছেন ১.৩ কোটি, টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চললেন স্ত্রী
তদন্ত আর-একটু এগোতেই সামনে এল রহস্যের বিস্ফোরক দিক। মৃতের ফোন কল পরীক্ষা করে দেখছিলেন তদন্তকারী অফিসাররা। আর সেই তালিকা থেকেই সন্ধান পান এক মহিলার। তাঁকে জিজ্ঞসাবাদ করতেই বেরিয়ে পড়ে চাঞ্চল্যকর তথ্য। ৩৫ বছরের ওই মহিলা পুলিশকে জানান, ৬৭ বছরের বৃদ্ধের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। দুই পক্ষেই বাড়ির কেউ তা জানত না। ঘটনার দিন, বৃদ্ধ তাঁর বাড়িতে আসেন। এরপরই সঙ্গমে লিপ্ত হন তাঁরা। আর তাতেই ঘটে বিপর্যয়। বৃদ্ধের একাধিক শারীরিক সমস্যা ছিল। হৃদযন্ত্রও ছিল দুর্বল। সঙ্গমকালীন উত্তেজনায় আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ঘটনার আকস্মিকতায় দিশেহারা হয়ে যান ওই মহিলা। একদিকে সম্পর্ক জানাজানি হয়ে যাওয়ার ভয়, অন্যদিকে সামাজিক সম্মান খোয়ানোর আশঙ্কায় তিনি কী করবেন ভেবে উঠতে পারেননি। শেষমেশ তাঁর ভাই ও স্বামীকে ডাকেন। তাঁদের সব খুলে বলেন। সামাজিক সম্মান যাতে না যায়, সেই কারণে, মহিলার স্বামীই বৃদ্ধের দেহ লোপাটে সাহায্য করেন। বৃদ্ধের মৃতদেহ একটি প্লাস্টিকের ব্যাগে পুরে নির্জন জায়গায় ফেলে দেওয়া হয়। সেই দেহ উদ্ধার করেই তদন্ত শুরু করে পুলিশ। আর তারপরই একে একে বেরিয়ে আসে রহস্যময় মৃত্যুর নেপথ্য ঘটনা।
আপাতত মহিলার জবানবন্দি আর ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখার অপেক্ষায় পুলিশ। মহিলা যা বলছেন, তার সত্যতা পরীক্ষা করেই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হবে বলা জানা গিয়েছে।