জীবনের একেবারে শেষ পর্যায়ে মানুষের ঠিকানা যেখানে, সেই শ্মশানেই নিজের জন্মদিন পালন করলেন এই ব্যক্তি। রীতিমতো কেক কেটে, লোক খাইয়ে রাজকীয় ভাবে পালন করলেন জীবনের বিশেষ দিনটিকে। কিন্তু এত জায়গা থাকতে হঠাৎ শ্মশানে কেন জন্মদিন পালন করলেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
বাড়ি কিংবা হোটেল নয়, জন্মদিন পালন হল শ্মশানে। শুনতে অবাক লাগলেও, মহারাষ্ট্রের এই ব্যক্তি স্থানীয় এক শ্মশানেই রাজকীয় ভাবে পালন করেছেন তাঁর জন্মদিন। সমাজের প্রচলিত কিছু কুসংষ্কারকে বুড়ো আঙুল দেখানোর জন্যই নাকি এমন অদ্ভুত কাজ করেছেন তিনি।
আরও শুনুন: একা আসার ‘অপরাধে’ প্রসূতিকে ভর্তি নিল না হাসপাতাল, রাস্তাতেই জন্ম হল সন্তানের
বছরের কয়েকটি দিন বেশিরভাগ মানুষই বিশেষভাবে পালন করার চেষ্টা করেন। যার মধ্যে অন্যতম জন্মদিনের দিনটি। নিজের হোক বা প্রিয়জনের, জন্মদিন পালন নিয়ে অনেকের মধ্যেই দেখা যায় ব্যাপক উন্মাদনা। সাধারণত কোনও হোটেলে বা নিজের বাড়িতেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে পালন করা হয় এই বিশেষ দিন। কিন্তু মহারাষ্ট্রের গৌতম মোরে তাঁর জন্মদিন পালন করেছেন শ্মশানে! মহারাষ্ট্রের কল্যাণ অঞ্চলের বাসিন্দা গৌতম, তাঁর ৪৪ তম জন্মদিনটি শ্মশানেই পালন করেছেন। এর জন্য তিনি বেছে নিয়েছিলেন স্থানীয় মোহানে শ্মশান ঘাটটিকে। সেখানে রীতিমতো কেক কেটে বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনদের সঙ্গেই উদযাপন করেছেন তাঁর জন্মদিন। প্রথমে তাঁর এমন অদ্ভুত জায়গায় জন্মদিন পালন নিয়ে অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু এমন কাজের আসল কারণ শোনার পর সকলেই তাঁর অনুষ্ঠানে হাসিমুখে যোগ দিয়েছেন। পেশায় ভ্রমণ ব্যবসায়ী হলেও গৌতম বিজ্ঞানমনষ্ক মানুষ। তাই শ্মশান নিয়ে প্রচলিত কিছু কুসংস্কার একেবারেই মানতে চাইতেন না তিনি। তাঁর মতে অনেকেই নাকি বিশ্বাস করেন শ্মশানে ভূত থাকে! আবার অনেকে মনে করেন শ্মশানে কোনও শুভ কাজ করা উচিৎ নয়। তাঁদের সেই বিশ্বাস ভাঙতেই এমন কাজ তিনি করেছেন। গৌতম মনে করেন শ্মশানে জন্মদিনের মতো শুভ অনুষ্ঠান পালন হয়েছে দেখে অনেকেই নিজেদের মনের ভুল থেকে বেরিয়ে আসবেন।
আরও শুনুন: রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, কাতারে থাকছেন না ‘বিশ্বকাপের হটেস্ট ফ্যান’
এদিনের অনুষ্ঠানের নিয়ে তাই বিভিন্ন ভাবে প্রচারও করেছেন তিনি। বড় একটি পোস্টারে তাঁর আসল উদ্দেশ্যের কথা লিখে টাঙিয়েও রেখেছিলেন শ্মশানের সামনে। একইসঙ্গে গ্রামের প্রায় ১০০ জনকে নিমন্ত্রণ করেছিলেন তাঁর জন্মদিনে আসার জন্য। সকলের জন্য ছিল খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন। প্রথমে এই শ্মশানে জন্মদিন পালন নিয়ে আশঙ্কা প্রকাশ করলেও অনেকেই এদিন তাঁর জন্মদিনে উপস্থিত ছিলেন। বলাই বাহুল্য এর ফলে গৌতমের আসল উদ্দেশ্য কিছুটা হলেও সফল হয়েছে।