লটারিতে জিতেছেন অনেক টাকা। সেই উপলক্ষে চলছিল ঘরোয়া অনুষ্ঠান। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না এক ব্যক্তির। কেননা সমস্ত টাকা নিয়ে স্ত্রী চললেন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে। ঘটনায় হতভম্ব ব্যক্তি, এমনকী অবাক পুলিশও। আসুন শুনে নিই।
প্রায় দু-দশকের সংসার। এমন করে যে এক লহমায় ভেঙে যাবে, তা বোধহয় ভাবতেও পারেননি এক ব্যক্তি। গোদের উপর বিষফোড়ার মতো হাতছাড়া হয়েছে মোটা অঙ্কের টাকা। লটারিতে জেতা সমস্ত টাকাপয়সা নিয়ে স্ত্রী চলে গিয়েছেন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে। দাম্পত্যে যে তৃতীয় ব্যক্তি ছিলেন তা জানতেন না স্বামী। এখন সবটা খোলসা হওয়ায় রীতিমতো হতভম্ব তিনি।
আরও শুনুন: স্বল্পবসনাদের অবাধ বিচরণ এই দ্বীপে, কিন্তু পুরুষের প্রবেশ নিষেধ… কেন?
ঘটনা থাইল্যান্ডের। জানা গিয়েছে, ওই ব্যক্তি লটারিতে প্রায় ১.৩ কোটি টাকা জিতেছিলেন। স্বাভাবিক ভাবেই পরিবারে লাগে আনন্দের ঢেউ । ব্যক্তিটি ঠিক করেন, আচমকা পাওয়া এই টাকার খানিকটা অংশ আত্মীয়দের মধ্যে বিলিয়ে দেবেন। কিছু দান করবেন ধর্মীয় কোনও প্রতিষ্ঠানে। সেইমতো একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসিখুশি উজ্জ্বল ছিলেন দম্পতি। কোথাও আসন্ন বিপর্যয়ের কোনও চিহ্নই ছিল না। ওই অনুষ্ঠানেই এক অপরিচিত যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন ব্যক্তিটি। স্ত্রীকে তাঁর সম্পর্কে জিজ্ঞেস করেন। জানতে পারেন, যুবকটি তাঁর স্ত্রীর দূর সম্পর্কের কোনও আত্মীয়। এ নিয়ে আর মাথা ঘামাননি তিনি। মেতে ওঠেন অনুষ্ঠানে। একটু পরে স্ত্রীকে আর খুঁজে পাওয়া যায় না। খেয়াল করে দেখেন, সেই যুবকটিও আর নেই। একটু খোঁজখবর করে ব্যক্তিটি বুঝতে পারেন যে, লটারিতে জেতা সমস্ত অর্থ নিয়েই ওই যুবকের সঙ্গে চলে গিয়েছেন তাঁর স্ত্রী। স্ত্রীর যে বিবাহ-অতিরিক্ত কোনও সম্পর্ক ছিল, তা বিন্দুমাত্র আঁচ করতে পারেননি তিনি। ফলে ঘটনার অভিঘাতে খানিক হকচকিয়েই যান তিনি।
আরও শুনুন: ৯ বছরে বিয়ে, স্বামীর হাতে ধর্ষণের শিকার… তবুও বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াইয়ের মুখ নুজুদ আলি
শেষমেশ ওই ব্যক্তি দ্বারস্থ হন পুলিশের। তবে সবকিছু খতিয়ে দেখে পুলিশ খানিক অবাকই। কেননা, যাঁদেরকে দম্পতি বলে বলা হচ্ছে, তাঁদের আইনি বিয়েই হয়নি। সেরকম কোনও কাগজপত্রও নেই। অথচ তাঁরা দীর্ঘদিন বিবাহিত বলেই পরিচিত। তাঁদের সন্তানও আছে। ফলে, আইনি মতে পদক্ষেপ এখানে সম্ভব নয়। তাহলে এখন টাকা ফেরত পাওয়ার কী উপায়? পুলিশের মতে, বড়জোর ওই ব্যক্তি তাঁর সদ্য প্রাক্তন হওয়া স্ত্রীকে টাকা ফেরত দেওয়ার অনুরোধ করতে পারেন। শোনা যাচ্ছে, সম্পর্কের আশা ছেড়ে, আপাতত সেই চেষ্টাই করছেন ওই ব্যক্তি।