প্রথম ম্যাচেই স্বপ্নভঙ্গ। আরবের মরুঝড়ে তছনছ মেসির আর্জেন্টিনা। ২-১ ব্যবধানে লাতিন আমেরিকার বিশ্বচ্যাম্পিয়নদের হারালেন রেনার্ডের ছেলেরা। অখিল গিরির পর এবার ডেঙ্গু ইস্যুতে সরব বিজেপি। আবারও বিধানসভায় খারিজ মুলতুবি প্রস্তাব। মশারি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ শুভেন্দুর দলের। ২৫ নভেম্বর ক্যামাক স্ট্রিটে ডাক পেলেন বীরভূমের ১০ বিধায়ক।দুর্ঘটনার দিন ৩ হাজারেরও বেশি টিকিট বিক্রি। মোরবি সেতুকাণ্ডে ফের প্রকাশ্যে গাফিলতির তত্ত্ব। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ পার। আহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০০০। আর্থিক সাহায্যের ঘোষণা প্রেসিডেন্টের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১। বিশ্বকাপের প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে মুথ থুবড়ে পড়লেন মেসিরা। এদিন লাতিন আমেরিকার বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে গোটা বিশ্বকে অবাক করে দিল সৌদি আরব। ৯০ মিনিটে, যেকোনও অঘটনই যে সম্ভব, এদিন সেকথা প্রমাণ করে দিল রেনার্ডের ছেলেরা। বিশ্বকাপের ইতিহাসে গত ৬ দশকে প্রথমে গোল করে এগিয়ে যাওয়ার পর কখনও ম্যাচ হারেনি আর্জেন্টিনা। কিন্তু এদিন পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পরও জয় উপহার দিতে ব্যর্থই হলেন মেসি। ম্যাচের শুরুতেই বল পজেশনে অনেকটাই এগিয়ে ছিল স্কালোনির দল। কিন্তু অফসাইডের গেরোয় আটকে যায় স্কোরবোর্ড। প্রথমার্ধের তিন-তিনটে গোল বাতিল করেন রেফারি। আর দ্বিতীয়ার্ধে যাবতীয় লাইমলাইট নিজেদের দিকে ঘুরিয়ে দিলেন সৌদির ছেলেরা। প্রথমে সালেহ, তারপর সালেম। অনবদ্য দুই গোলে লুসেইল স্টেডিয়ামে রচিত হল নয়া ইতিহাস। একইসঙ্গে গোলপোষ্টের নিচে দাঁড়িয়ে একাধিকবার দলকে অক্সিজেন জোগালেন সৌদির গোলকিপার। আর তাতেই লড়াইয়ের রশদ পেল দল।
২। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনেও বিজেপির আক্রমণ অব্যাহত। অখিল গিরি ইস্যুর পর এবার বিধানসভায় ডেঙ্গু নিয়ে সরব হতে দেখা গেল বিরোধীদের। এই মর্মে সোমবারের মতো মঙ্গলবারও সভা মুলতুবির প্রস্তাব আনেন তাঁরা। কিন্তু এদিনও তাঁদের প্রস্তাব খারিজ করে দিলেন স্পিকার। তারপর অধিবেশন কক্ষ থেকে বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। প্রতীকী মশা, মশারি নিয়ে মিছিল করতে দেখা যায় তাঁদের। সেখানেই ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকারের অক্ষমতা নিয়েও অভিযোগ তোলেন তাঁরা। এবিষয়ে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “কোনও ইস্যুতে আলোচনা চাইছে না সরকার। ডেঙ্গু মহামারীর আকার নিচ্ছে। সংক্রমণ বাড়ছে দিনদিন। তা নিয়ন্ত্রণে নির্দিষ্ট পরিকল্পনা নেই। আগে কোনও বিষয়ে আলোচনা চাইলে স্বাস্থ্যমন্ত্রী সময় দিতেন। কিন্তু এবার তো দেখা যাচ্ছে, বিরোধীদের কোনও গুরুত্বই নেই।” পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু রাজ্য সরকারের একাধিক প্রকল্পে ‘দুর্নীতি’র অভিযোগ তোলেন। পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকারের উদাসীন মনোভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও বিধানসভার সচিবের অনুপস্থিতিতে, একজন OSD-কে সহ-সচিবের দায়িত্ব দেওয়ায় কাজ নিয়ম অনুযায়ী হচ্ছে না বলেও অভিযোগ তোলেন শুভেন্দু।
শুনে নিন বিশেষ বিশেষ খবর