হিজাববিরোধী বিদ্রোহের আঁচ এবার বিশ্বকাপে। নিজেদের প্রথম ম্যাচের আগে জাতীয় সংগীত গাইল না ইরান। পুরনিগমে জোড়া ডেপুটি মেয়র। বিধানসভায় পাশ পুর-সংশোধনী বিল। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ বিজেপির। স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান ও অপব্যবহারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রোগী রেফার করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। নির্দল কাউন্সিলরদের সমর্থনে ৭-০ সমীকরনে ঝালদা পুরসভা দখল কংগ্রেসের। রাজীব হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। বিজয় হাজারেতে ফের রেকর্ড। ২৭৭ রানের তাক লাগানো ইনিংস তামিলনাড়ুর নারায়ণ জগদীশনের। একদিনের ক্রিকেটে প্রথমবার ৫০০-র বেশি রান কোনও দলের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১। বিশ্বকাপের দ্বিতীয়দিনে কার্যত নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল কাতার। হিজাববিরোধী আন্দোলনের আঁচ এবার সরাসরি এসে পড়ল বিশ্বকাপের মঞ্চে। নিজেদের উদ্বোধনী ম্যাচে নিঃশব্দ প্রতিবাদ জানালেন ইরানের ফুটবলাররা। প্রশাসনকে কড়া বার্তা দিতে বিশ্বকাপের মঞ্চে জাতীয় সংগীত গাইলেন না তাঁরা।
বছর বাইশের মাহসা আমিনির মৃত্যু এবং হিজাব বিতর্ক ঘিরে গত দু’মাসেরও বেশি সময় ধরে উত্তাল ইরান। হিজাব না পরার অপরাধে গ্রেফতার এবং পুলিশের বেধড়ক মারের ফলে হাসপাতালেই মৃত্যু হয় আমিনির। এরপর হিজাব পুড়িয়ে, চুল কেটে প্রতিবাদ শুরু করেন দেশের মহিলারা। প্রতিবাদে শামিল হন পুরুষরাও। কিন্তু এত আন্দোলনের পরেও থামানি ইরান সরকার। তবে এই বিক্ষোভে অংশ নিয়ে জাতীয় দল থেকে বাদ পড়ার আশঙ্কা ছিল ইরানের ফুটবলার সর্দার আজমৌনের। তবু এদিন ম্যাচ শুরুর আগে নিঃশব্দ প্রতিবাদে গর্জে উঠলেন তিনি ও তাঁর সতীর্থরা। মাঠে যতক্ষণ জাতীয় সংগীত বাজল, ততক্ষণ মুখ বুজে দাঁড়িয়ে রইলেন তাঁরা। ম্যাচে নামার আগেই অধিনায়ক আলিজেরা জানিয়েছিলেন, দলগতভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে, জাতীয় সংগীত গাওয়া হবে কি না। দেখা গেল, বিশ্বকাপের মঞ্চেও আন্দোলনকারীদের পাশেই দাঁড়ালেন তাঁরা।
২। পুরনিগম এলাকায় আরও ভালভাবে কাজ চালাতে এবার নিয়োগ করা হবে দুজন ডেপুটি মেয়র। এই মর্মে বিধানসভায় পাশ হল একটি পুর-সংশোধনী বিল। সোমবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট),২০২২ নামে বিলটি বিধানসভায় পেশ করেন। কিন্তু বিল পেশ করা মাত্রই বিরোধীরা স্লোগান দিতে শুরু করেন। শুরু হয় হইহট্টগোল। তাতে বিরক্ত হয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতাকে পরিস্থিতি শান্ত করার নির্দেশ দেন। কিন্তু তারপরও স্লোগান চলতে থাকে। পরে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। ফলত বিনা বাধায় পাশ হয়ে যায় ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২। জানা গিয়েছে, বিলটি আইনে পরিণত হলে পুরনিগমের খরচ, নিয়োগ, পরিকল্পনা বাস্তবায়ন-সহ একাধিক কাজ নিজেদের সিদ্ধান্তেই করতে পারবেন মেয়র, ডেপুটি মেয়ররা।
এদিকে এদিনের বিধানসভা অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূল বিধায়ক অখিল গিরির করা মন্তব্যের প্রতিবাদে ফের সরব হন বিরোধীরা। অধিবেশনের শুরুতেই অখিল গিরির মন্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা চেয়ে বিধানসভা অধিবেশনে প্রস্তাব আনেন বিরোধীরা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিলে বিজেপি বিধায়করা সভা মুলতুবির প্রস্তাব আনেন। কিন্তু এদিন সেই প্রস্তাবও খারিজ করে বেরিয়ে যান স্পিকার। তারপরই বিজেপির মহিলা বিধায়কদের নেতৃত্বে বিধানসভার পোর্টিকোয় নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর