দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।সঙ্গিনীকে হারানোর শোকে মুহ্যমান অভিনেতা সব্যসাচী চৌধুরী। মুছলেন নিজের ফেসবুক প্রোফাইল। সৌমিত্র খাঁ-র পর অমরনাথ শাখা। পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব ওন্দার বিজেপি বিধায়ক। ‘পাগলের প্রলাপ’ বলে কটাক্ষ তৃণমূলের।প্রেমিকার কাটা মাথা পুকুরে ফেলেছিল আফতাব! ছিন্নমস্তকের সন্ধানে ডুবুরি নামাল পুলিশ। নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় ভারতের। সূর্য কুমারের দুরন্ত সেঞ্চুরি। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু কাতার বিশ্বকাপ ২০২২।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. অনেক লড়াইয়ের পর, রবিবার দুপুরে চিরবিদায় নিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শনিবার রাতে অন্তত ১০ বার হার্ট অ্যাটাক করেছিল তাঁর। প্রচণ্ড ইচ্ছেশক্তির জোরেও আর সামলে উঠতে পারলেন না অভিনেত্রী।
‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেছিলেন ঐন্দ্রিলা। বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়েছেন। অদম্য মনের জোর নিয়ে, দু’বার ক্যানসারকে হারিয়ে, ফের কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু পয়লা নভেম্বরের রাতে ফের ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার। অভিনেত্রীকে ভরতি করা হয় হাওড়ার বেসরকারি হাসপাতালে। রাতেই হয় অস্ত্রোপচার। তারপর থেকে ভেন্টিলেশনে ছিলেন অভিনেত্রী। ২০ দিনের টানা লড়াইয়ের পর ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের আঘাতে প্রাণ হারালেন বছর ২৪ এর অভিনেত্রী। চলতি বছরেই পশ্চিমবঙ্গ সরকার ‘অসাধারণ প্রত্যাবর্তন’ বিভাগে টেলি সম্মান অ্যাওয়ার্ড প্রদান করেছিল ঐন্দ্রিলাকে। সেকথা উল্লেখ করেই টুইটের মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় শোকস্তব্ধ গোটা টলিউড। নেটমাধ্যমে শোকপ্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ টলিউডের বিশিষ্টজনেরা, ঐন্দ্রিলার সহকর্মীরা।
২. ঐন্দ্রিলা আর নেই। ফেসবুক থেকে বিদায় নিলেন অভিনেত্রীর সর্বক্ষণের বন্ধু, প্রেমিক সব্যসাচী চৌধুরীও। শনিবার রাতে সমস্ত পোস্ট ডিলিট করেছিলেন। রবিবার নিজের প্রোফাইলও ডিঅ্যাক্টিভেট করে দিলেন সব্যসাচী। যার জন্য সোশ্যাল মিডিয়ায় লেখার প্রয়োজন হতো, সেই মানুষটাই তো আর নেই। তাঁর লড়াই, যন্ত্রণা ও আত্মবিশ্বাসের কাহিনি প্রতিবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন অভিনেতা। কিন্তু সেসব এখন আর নেই। সমস্ত স্মৃতি মুছে দিয়ে সোশ্যাল মিডিয়া ত্যাগ করলেন সব্যসাচী। ঐন্দ্রিলা-সব্যসাচীর ঘনিষ্ঠ বন্ধু সৌরভ দাস জানিয়েছেন, ঐন্দ্রিলাকে হারিয়ে ভেঙে পড়েছেন সব্যসাচী। শোকে বিহ্বল অভিনেত্রীর পরিবারের সদস্যরাও। সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলাকে নিয়ে আর কখনও কিছু লিখবেন না সব্যসাচী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।