কয়লা পাচারে প্রভাবশালী তত্ত্ব শুভেন্দুর। নাম না করে রাজ্যের প্রভাবশালী রাজনীতিক যোগের দাবী। “পারলে নাম বলুক”, পালটা তৃণমূলের। মুছতে হবে টুইট। অভিষেকের ছেলের জন্মদিন নিয়ে শুভেন্দুর ‘অপপ্রচারে’ কড়া শিশু সুরক্ষা কমিশন।কংগ্রেসকে ভোট দেওয়া মানে ঘুরিয়ে বিজেপিকেই সাহায্য করা। বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। মেঘালয়ে দাঁড়িয়ে ফের দাবি অভিষেকের। শূন্যপদে চাকরিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট। বোমা মেরে রাহুল গান্ধীকে উড়িয়ে দেওয়ার হুমকি! মধ্যপ্রদেশের পুলিশের হাতে এল বেনামী চিঠি। কাতার রাজপরিবারের ইচ্ছায় বিশ্বকাপে বিয়ারের বিক্রি বন্ধ। মাথায় হাত ফিফার।
হেডলাইন:
আরও শুনুন: 16 নভেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- দলিল ইস্যুতে নাম না করে তোপ মমতার, পালটা চ্যালেঞ্জ দিলীপের
বিস্তারিত খবর:
1. কয়লা কাণ্ড নিয়ে ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নাম না করে কয়লা পাচার দুর্নীতির সঙ্গে এক প্রভাবশালী রাজনীতিকের যোগ রয়েছে বলেই দাবি করেছেন তিনি। শুক্রবার রাজ্য বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, কয়লা পাচার কাণ্ড আদতে একটি চক্র। এই দুর্নীতির মোট অঙ্ক ২ হাজার ৪০০ কোটি টাকা। যার মধ্যে ১ হাজার কোটি টাকা রাজ্যের প্রভাবশালী এক রাজনীতিকের কাছে গিয়েছে। তাঁর আরও দাবী ওই প্রভাবশালী ব্যক্তি রাজ্য প্রশাসনের অন্যতম নিয়ন্ত্রক। শুভেন্দুর ওই মন্তব্যের পালটা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন আরও একবার শুভেন্দুর মানসিক সুস্থতা কামনা করলেন তিনি। কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু অভিষেক ফোবিয়ায় ভুগছে। নাম নেওয়ার সাহস পেল না?” তিনি আরও বলেন শুভেন্দু কদিন ধরেই বলে বেড়াচ্ছে “এই করব সেই করব। ও একটা আদ্যন্ত তোলাবাজ, চোর, ডাকাত।” কুণালের প্রশ্ন যেখানে আদালত, ইডি, সিবিআই আছে সেখানে কেমন করে চার্জশিট নিয়ে বিধানসভায় বসে বিধায়ক সাংবাদিক বৈঠক করেন? তৃণমূল নেতার আরও প্রশ্ন, “কাকে দিয়ে চার্জশিট লিখিয়ে এসব করছে? সাহস থাকলে নাম বলুক। আমরা জানি না চার্জশিটের গল্প কী? ইস্যু তৈরি করতে চার লাইন ঢুকিয়ে দিতে হবে! এসব আমরা জানি। জেঠুদের বলো ইঙ্গিতে কেন, যার বিরুদ্ধে প্রমাণ আছে চার্জশিট দিক।” তবে কুণালের মতে অভিষেকের প্রতি ব্যক্তিগত হিংসা থেকেই এসব বলছে শুভেন্দু।
2. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন নিয়ে ‘অপপ্রচারে’র জের। শুভেন্দু অধিকারীকে শোকজ নোটিস পাঠাল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। অবিলম্বে তাঁকে টুইট ডিলিট করার নির্দেশ দেওয়া হল। পাশাপাশি বলা হয়েছে তিনদিনের মধ্যে তাঁকে ক্ষমাও চাইতে হবে। শোকজ নোটিসে সাড়া না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তীর। প্রসঙ্গত, কলকাতা ফুটবলে আবির্ভাবের প্রথম বছরেই দারুণ সাফল্য পেয়েছে ডায়মন্ড হারবার এফসি। সেই সাফল্য উদযাপনে আলিপুরের পাঁচতারা হোটেলে গত রবিবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুটবল ক্লাবের সেই অনুষ্ঠানকে অভিষেকের ‘ছেলের জন্মদিনের পার্টি’ বলে দাবি করে ‘বিভ্রান্তিকর’ টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সেই দাবি যে সম্পূর্ণ ভিত্তিহীন, তা কিছুক্ষনের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। শুভেন্দুর এই ‘অপপ্রচার’ নিয়ে বিতর্কের জল গড়ায় থানায়। রিপোর্ট জমা পড়ে শিশু অধিকার সুরক্ষা কমিশনেও । সেই অনুযায়ী শুক্রবার সকালে শুভেন্দুকে শোকজ নোটিস পাঠানো হয়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।