বরাবরই নিজের উচ্চতা নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তাই ঠিক করেছিলেন অপারেশন করিয়ে লম্বা হবেন। সেই মতো জটিল অস্ত্রোপচারও করালেন। কিন্তু দির্ঘ তিন মাস অপেক্ষা করার পর উচ্চতা বাড়ল নাম মাত্রই। আর খরচ হলো প্রায় দেড় কোটি টাকা! কী এমন অপারেশন যার খরচ এমন আকাশছোঁয়া? আসুন, শুনে নেওয়া যাক।
উচ্চতা বাড়ানোর জন্য বহু চেষ্টা করেছেন। তবু কোনও ফল মেলেনি। অগত্যা চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন। খরচও করলেন প্রায় এক কোটি। অথচ উচ্চতা বেড়েছে মাত্র তিন ইঞ্চি।
আরও শুনুন: জাহাজ নড়ে না একচুল, মৃত্যুর প্রহর গোনেন যাত্রীরা… এই সমুদ্র যেন ধ্বংসের আরেক নাম
নিজেকে সুন্দর দেখানোর জন্য কত কিছুই না করে মানুষ। দাঁতের আকার থেকে আরম্ভ করে শরীরের যে কোনও অংশে খামতি থাকলেই ডাক্তারের কাছে ছোটেন অনেকে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির দরুন খুব সহজেই সেইসব কাজ অপারেশনের মাধ্যমে করে দেন চিকিৎসকরা। তবে কৃত্রিম ভাবে লম্বা হওয়ার ঘটনা বোধহয় একেবারেই বিরল। বর্তমানে এক বিশেষ পদ্ধতির অস্ত্রোপচারের মাধ্যমে এই কাজও সম্ভব করতে পারে চিকিৎসাবিজ্ঞান। তার জন্য খরচও হয় আকাশছোঁয়া। যদিও সেই খরচের তোয়াক্কা না করেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন রয় কোন নামে এই মার্কিন নাগরিক। প্রায় এক কোটি ২৩ লক্ষ টাকা খরচ করে লেগ এক্সটেনশন করালেন ৬৮ বছরের এই প্রৌঢ়। হ্যাঁ, এই অত্যাধুনিক অপারেশনের মাধ্যমে উচ্চতা বাড়ল ঠিকই, তবে খালি চোখে দেখলে বোঝা কঠিন। ৫ ফুট ৬ ইঞ্চির রয়ের উচ্চতা উপারেশনের পর হয়েছে ৫ ফুট ৯ ইঞ্চি।
এইটুকু উচ্চতা বাড়ানোর জন্য এত টাকা কেন খরচ করলেন তিনি?
আরও শুনুন: অকূল সমুদ্রে একা টিকে থাকার লড়াই, ৪০০ দিন পেরিয়ে ঘরে ফিরেছিলেন ‘জয়ী’ ব্যক্তি
উত্তরে নিজেই জানালেন, এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন স্রেফ মানসিক শান্তির জন্য। মাঝবয়সে পৌঁছানোর পর থেকেই নিজের উচ্চতা নিয়ে অসন্তোষ তৈরি হতে থাকে তাঁর মনে। বিভিন্ন চেষ্টা করেও উচ্চতায় কোনও তফাৎ আনতে পারেননি। অগত্যা চিকিৎসকের দ্বারস্থ হয়ে সাহায্য চান। সেখানেই এই অপারেশনের কথা জানতে পারেন তিনি। যদিও চিকিৎসকের মতে এই অপারেশনের ফলে খুব সামান্যই উচ্চতা বাড়তে পারে। সাধারণত অপারেশন করতে সময় লাগে কয়েক ঘণ্টা। তারপর ধীরে ধীরে তার ফল শুরু হয়। প্রথম ২৫ দিনে মাত্র এক ইঞ্চি উচ্চতা বাড়ে। তারপরের দু মাসে আরও ২ ইঞ্চি। যেহেতু এই অপারেশনের ফল মিলতে বেশ কিছুদিন সময় লাগে তাই কয়েক মাসের জন্য রয় কে বাড়ি থেকেই কাজ করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। অবশেষে দীর্ঘ তিনি মাসের অপেক্ষার পর নিজের বহুদিনের স্বপ্ন সত্যি করেন এই মার্কিন নাগরিক।