বাবরদের স্বপ্ন ধুলোয় মিশিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন বাটলাররাই। ব্যর্থ আফ্রিদি-রউফের লড়াই। নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চ পোড়ানোর অভিযোগ। শুভেন্দুকে গ্রেপ্তারের দাবি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির। অখিল গিরির মন্তব্যে ক্ষুব্ধ আদিবাসী সমাজ। বাঁকুড়ায় বিক্ষোভের মুখে মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। অন্তঃস্বত্তা বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। হুগলিতে কাঠগড়ায় স্থানীয় কাউন্সিলরের অনুগামী। উত্তরে হাওয়ায় শীতের আমেজ শহর জুড়ে। রবিবারেই পারদ নামল ২ ডিগ্রি।
হেডলাইন:
আরও শুনুন: 11 নভেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- ডেঙ্গু নিয়ে তথ্য গোপন নয়, কেন্দ্রের দাবি ওড়াল রাজ্য
বিস্তারিত খবর:
১। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের মঞ্চে স্বপ্নভঙ্গ পাকিস্তানের। বাবর আজমদের সব লড়াই ধুলোয় মিশিয়ে কাপের দখল নিল বাটলারের ইংল্যান্ড। এই টুর্নামেন্টে পাকিস্তান যে বিশ্বকাপের দাবিদার, এমনটা গোড়ায় ভাবেননি কেউই। শুরুর দিকে রিজওয়ানদের পারফরমেন্স গ্রাফও তেমন ভাল ছিল না। অন্যদিকে শক্তিশালী দল হিসাবে ইংল্যান্ড বরাবরই ছিল ফেভারিট। তবে টুর্নামেন্ট যত এগিয়েছে তত নিজেদের মেলে ধরেছিলেন পাক ক্রিকেটাররা। স্বপ্নের প্রত্যাবর্তন ঘটিয়ে বাবররা পৌঁছে গিয়েছিলেন ফাইনালের মঞ্চে। ১৯৯২-এর পাক দলের সঙ্গে বাবরদের পরিস্থিতির মিল অনেকেই খুঁজে পাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত ইমরান হওয়া হল না বাবরের। এদিন প্রথমে ব্যাট করতে গিয়ে বারবারই হোঁচট খায় পাকিস্তান। স্যাম কুরান, আদিল রশিদদের দাপটে মাত্র ১৩৭ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। তবে লড়াই ছাড়েনি পাকিস্তান। ইংল্যান্ডের মারমুখী ব্যাটিংকে এক সময় প্রায় কবজা করে ফেলেন আফ্রিদি, রওফরা। তবে শেষ মুহূর্তে আফ্রিদির চোট বড় ফ্যাক্টর হয়ে যায়। ক্রিজে তখন দাঁড়িয়ে অভিজ্ঞ স্টোকস। তাঁর ৫২ রানের ইনিংসে শেষ হয়ে যায় পাকিস্তানের জয়ের আশা। ফলে ২০১০ সালের পর আরও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড-ই।
২। নন্দীগ্রামের শহিদ সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনা ও চক্রান্তের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরকে গ্রেপ্তারের দাবি জানাল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। এই পরিকল্পনায় যারা জড়িত বিজেপির সেই ২১ নেতার বিরুদ্ধেও পুলিশে এফআইআর করেছে কমিটি। নেতৃত্বের পরামর্শেই সভামঞ্চে আগুন দেওয়া হয়েছিল, এমনটাই হুঙ্কার দিয়েছিল দুষ্কৃতীরা। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, “বিজেপিতে ধস নামায় ভয় পেয়ে গিয়ে শান্ত নন্দীগ্রামকে অশান্ত করতে শুভেন্দু ঝগড়া-মারামারি ও হিংসার ইন্ধন দিচ্ছে। আগুন দিতে দেখা ফেলা তৃণমূল কর্মী গোপাল গায়েনকে খুনের চেষ্টা হয়েছে। তাই ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে অভিযুক্ত শুভেন্দুকে।’’ দোষীরা শাস্তি পাবে এমনটাই আশা প্রকাশ করেছেন নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ । এদিকে অভিযোগ পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে। ইতিমধ্যেই আগুন লাগানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন বিজেপি কর্মীকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।