লগান ছবির সিক্যুয়েল আসছে। এ কথা বললেই যে কোনও ভারতীয় সিনেপ্রেমী নিশ্চিতই চমকে উঠবেন। আর যদি বলা হয়, সে ছবিতে ভুবনের জায়গায় দেখা যাবে বিরাট কোহলিকে! তাহলে তো চমক বাড়ে আরও শতগুণ। কিন্তু কেন আমিরের জায়গায় হঠাৎ অভিষেক হবে বিরাটের? তিনি তো আর অভিনেতা নন! তাহলে কোন প্রেক্ষিতে উঠে এল এইসব কথা? আসুন শুনে নিই।
ভুবন আর তার দলবল সেই যে ইংরেজদের হারিয়ে দিল তাদেরই খেলায়, তারপর থেকে সিনেমাটি আর নেহাত ছায়াছবি হয়ে থাকল না। আমির খানের ‘লগান’ যেন একরকম আধুনিক ভারতের উপকথা হয়ে উঠল বলা যায়। হোক না সিনেমার পর্দায়, তবু ব্রিটিশ ঔদ্ধত্যের ওই পতনের ইতিবৃত্তকে ভারী আপন করে নিয়েছেন ভারতীয়রা। আর তাই যখনই কোনও কারণে ইংরেজদের সঙ্গে দ্বৈরথের প্রসঙ্গ আসে, এ ছবির কথা তাই ঘুরে-ফিরেই আসেই। যেমন এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেমিফাইনালের আগে।
Lagaan 2 😁 #INDvsENG#T20WorldCup pic.twitter.com/A4xg66l6yT
— Neetesh Kumar (@neetesh678) November 8, 2022
ইংল্যান্ডের বিরুদ্ধে মহারণের আগে নেটদুনিয়া মেতে ভুবন আর লগান-এ। ওদিকে প্রস্তুতি নিচ্ছেন বিরাট-রহিত সূর্যরা। অধিনায়কের পর সামান্য চোট পেয়েছেন বিরাট কোহলিও। তা নিয়ে খানিক দুশ্চিন্তার মেঘ ভারতীয় শিবিরে। তবে মাঠের লড়াইয়ের আগে ইন্টারনেট-ভুবন ছেয়ে গিয়েছে লগান-এর আমেজে। ক্রিকেটপ্রেমীরা একবাক্যে প্রত্যেকেই জানাচ্ছেন, আসন্ন সেমিফাইনালের ম্যাচটিকে বলা হোক ‘লগান ২’ অর্থাৎ লগান ছবির সিক্যুয়েল। কেউ কেউ তো আগ বাড়িয়ে বলেই ফেলেছেন যে, ২১ বছর পর ‘লগান ২’ তৈরির সময় চলেই এসেছে। কেউ কেউ আবার সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলকে ১০ নভেম্বর পর্যন্ত লাগাতার ছবিটি সম্প্রচারের আবেদন জানিয়েছেন। এই সংক্রান্ত নানা পোস্ট মিমের এখন ছড়াছড়ি। কেউ কেউ বলছেন, সিনেমার ক্যাপ্টেন রাসেল হয়ে উঠবেন জোস বাটলার। তাহলে ওদিকে ভুবন কে? অবধারিত উত্তর বিরাট কোহলি। কোহলি ছাড়া কে আর ভুবনের সাহসি আর লড়াকু মেজাজ ছড়িয়ে দিতে পারেন ময়দানে! অর্থাৎ এই ‘লগান ২’-এর নায়ক বা ভুবন হয়ে উঠুন বিরাট কোহলিই। এমনটাই প্রত্যাশা সমর্থকদের।
Virat is giving off major ‘Bhuvan’ vibes! Should we call the semi-finale between India and England – ‘Lagaan 2’? 🏏😂#INDvsENG #WorldCup2022 #ViratKohli𓃵 pic.twitter.com/QctmnvpGdh
— Paytm Insider (@paytminsider) November 7, 2022
আসলে অ্যাডিলেডে মহারণের আগে উত্তেজনায় ফুটছেন ক্রিকেটপ্রেমীরা। একে হাই-ভোল্টেজ ম্যাচ। তার উপর বিরাট, সূর্যরা যে ম্যাজিক দেখিয়েছেন ইতিমধ্যে, তাতে উত্তেজনার পারদ আরও চড়েছে। সামান্য চোট-আঘাত আছে দলে। প্রথম একাদশ নিয়ে একটু ধোঁয়াশাও আছে। কিন্তু সেই দুশ্চিন্তাকে সরিয়ে রেখে আর একটা ‘লগান’ ম্যাজিকের আশাতেই বুক বাঁধছেন ক্রীড়া অনুরাগীরা।
This Thursday, Captain Russell will be played by @josbuttler
Time to bring back #Lagaan meme templates.#T20WorldCup
#INDvsENG pic.twitter.com/1AwdDCqWlD— Dinesh Dhiman (@dinu_ism) November 7, 2022