ধর্ষণ-মামলায় আর নয় ‘টু ফিঙ্গার টেস্ট’। ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। গুজরাটে ব্রিজ ভাঙার ঘটনায় মৃত্যুমিছিল অব্যাহত। ভিড়ের জন্যই দুর্ঘটনা, দাবি ফরেনসিকের। গণতন্ত্র প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকে খোঁচা কেন্দ্রীয় আইনমন্ত্রীর। ঘৃণাভাষণের দায়ে বিপাকে শুভেন্দু অধিকারী। জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। ফের ১৪ দিনের জেল হেফাজতে পার্থ। ব্রাজিলে পতন দক্ষিণপন্থী বোলসোনারোর। প্রেসিডেন্ট পদে নির্বাচিত বামপন্থী লুলা দা সিলভা।
হেডলাইন:
আরও শুনুন: 30 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- দেশের গণতন্ত্র রক্ষা করুক বিচারব্যবস্থা, আবেদন মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. ধর্ষণ মামলায় টু-ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ করার ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। ধর্ষণের শিকার হওয়া নির্যাতিতাদের এই টেস্টের মুখে পড়তে হত এতদিন। এর আগে এই টেস্টকে অসাংবিধানিক ঘোষণা করেছিল শীর্ষ আদালত। সোমবার ধর্ষণ ও খুনের একটি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “ধর্ষণ ও যৌন নিগ্রহের মামলায় এই আদালত বহুবার টু ফিঙ্গার টেস্টের বিরুদ্ধে অভিমত দিয়েছে। এই পরীক্ষার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। নির্যাতিতাদের পরীক্ষা করার এটা একটা ‘ইনভেসিভ মেথড’। অর্থাৎ জোর করে শরীরের ভিতরে আঙুল প্রবেশ করানো হয় পরীক্ষার সময়ে। এর ফলে নির্যাতিতা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন। তাই ধর্ষণের মামলায় কোনওভাবেই এই টু ফিঙ্গার টেস্ট যেন করা না হয়।” তিনি আরও বলেন, “যৌন জীবনে সক্রিয় একজন মহিলা ধর্ষণের অভিযোগ করলে তাঁর কথা বিশ্বাস করা যায় না, এই চিন্তাভাবনা পুরুষতান্ত্রিক মানসিকতা ও লিঙ্গবৈষম্যেরই পরিচয়।” পাশাপাশি আদালতের নির্দেশ, এই রায়ের পরও যারা এই ধরনের পরীক্ষা করবে তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে মামলা করা হবে।
2. গুজরাটের মোরবিতে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৩৪ জনের। তাঁদের মধ্যে আছেন এক বাঙালি যুবকও। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকবার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এদিন গুজরাটে জাতীয় একতা দিবস উপলক্ষে বক্তৃতা দিতে গিয়ে মোদি বলেন, গোটা ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত। তবুও নিজের কর্তব্যের পথ থেকে সরে আসতে চান না। দুর্ঘটনার জন্য মাত্রাতিরিক্ত ভিড়কেই দায়ী করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই মৃতদের জন্য দু’ লক্ষ টাকা করে অর্থসাহায্য ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। ব্রিজের দেখাশোনার দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে গণহত্যার চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের করেছে গুজরাট পুলিশ। আটক করা হয়েছে ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার ৯ জনকে। সেতু বিপর্যয়ের সিবিআই তদন্ত চেয়েছে কংগ্রেস। নির্বাচনী ফায়দা তুলতে দ্রুততার সঙ্গে ব্রিজ খুলে দেওয়ার জন্য এই বিপর্যয় বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। ২০১৬ সালে বাংলায় পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে ‘অ্যাক্ট অফ ফ্রড’ বলে কটাক্ষ করেছিলেন মোদি। সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে খোঁচা তৃণমূল কংগ্রেসের। এদিকে গুজরাটের এই বিপর্যয়ের পর তৎপর এই রাজ্যের প্রশাসনও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং-সহ কয়েকটি জেলায় ঝুলন্ত ব্রিজ রয়েছে। সেগুলির কী অবস্থা, তা নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।