কাঁচি নয়, আগুন দিয়েই কাটা হচ্ছে চুল। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে চুল কাটার এই নতুন পদ্ধতি। সেই কায়দা মেনে চুল কাটাতে গিয়েই এবার ঘটে গেল মারাত্মক বিপদ। প্রায় অর্ধদগ্ধ হয়ে গেল এক কিশোর।
কাঁচি নয়, চুল কাটার নতুন উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে আগুন। আর তার জেরেই ঘটল মারাত্মক দুর্ঘটনা। রীতিমতো জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হল এক কিশোরকে।
আরও শুনুন: চোখের আলোয় দেখেছিলেম… নষ্ট হওয়া চোখের মণিতে ফ্ল্যাশলাইট জুড়ে তাক লাগালেন ব্যক্তি
ঘটনাটি ঘটেছে গুজরাটের ভালসাদ জেলার ভাপি শহরে। সেখানকার স্থানীয় একটি সেলুনে চুল কাটাতে যায় ওই কিশোর। কিন্তু সেখানে সাধারণ পদ্ধতি মেনে চুল কাটা হয়নি তার। কাঁচির বদলে সেখানে চলে আগুনের কারসাজি। এদিকে আগুন নিয়ে ‘খেলা’য় বিপদ তো থেকেই যায়! এখানেও ঘটল ঠিক তাই। আগুন সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারায় কিশোরের শরীরই প্রায় অর্ধদগ্ধ হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। আর সেই ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হতেই ছড়ায় উত্তেজনা।
আরও শুনুন: ধর্ম বাধা নয়, পাকিস্তানের মানুষ সযত্নে আগলে রেখেছেন শংকরাচার্যের স্মৃতি
এই আগুন ব্যবহার করে চুল কাটার পদ্ধতি বর্তমানে বেশ ট্রেন্ডিং। নেটদুনিয়াতেও ছড়িয়ে পড়েছে এই ধরনের ভিডিও। এই পদ্ধতিতে চুল কাটার ক্ষেত্রে, প্রথমে চুলের মধ্যে এক বিশেষ রাসায়নিক তরল লাগানো হয়। দাহ্য হওয়ার দরুন আগুনের সংস্পর্শে এলে সেই রাসায়নিক জ্বলতে থাকে। তখন এতটুকু সময় নষ্ট না করে বিশেষ কায়দায় চুলের মধ্যে চিরুনি চালানো হয়। ওই রাসায়নিক পদার্থটি অত্যন্ত দাহ্য হওয়ায় অল্প সময়ের মধ্যেই চুলের আগুন নিভে যায়। আর সেই সময় চিরুনি চালানোর ফলে চুল কাটার কাজ হয়ে যায়, কাঁচি চালানোর আর দরকার হয় না। গুজরাটের সেলুনটিতেও এই ভাইরাল হওয়া পদ্ধতিতেই চুল কাটার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাস্তবে তার পরিণতি হল ভয়ঙ্কর। যদিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ। কিন্তু আহত যুবকটির কোনও বয়ান না পাওয়া পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার তীব্র নিন্দা করেছেন নেটিজেনরাও। আগাগোড়া ভালো করে না জেনে ভাইরাল হওয়া যে-কোনও জিনিসকে অনুসরণ করা কি আদৌ উচিত? এই ঘটনা সেই প্রশ্নই তুলে দিল।