দেশের প্রধানমন্ত্রীর আসনে হিজাব পরা কোনও মহিলাকে দেখতে চান তিনি, এমনই ইচ্ছা প্রকাশ করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পরেই এহেন বক্তব্য রাখলেন তিনি। আসুন, শুনে নেওয়া যাক।
ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। আর তারপরেই এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি-র স্পষ্ট বক্তব্য, এ দেশের প্রধানমন্ত্রীর আসনেও সংখ্যালঘু শ্রেণির কোনও প্রতিনিধিকে দেখতে চান তিনি। শুধু তাই নয়, নির্বাচনী প্রচার থেকে ওয়েইসি খোলাখুলিই বলেছেন, “ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কোনও হিজাব পরিহিতা মহিলাকে দেখতে চাই আমি।” এমনটাই খবর সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।
আরও শুনুন: ভোটের স্বার্থে চূড়ান্ত বিভাজন চালাচ্ছে দল, বিজেপি ছেড়ে বিস্ফোরক অভিযোগ নেতার
চলতি মাসের ২৮ তারিখেই কর্ণাটকের বিজাপুরে পুরসভা নির্বাচন। যেখানে ৪টি আসনে লড়ছে ওয়েইসির দল এআইএমআইএম। নির্বাচনকে লক্ষ্য রেখেই আপাতত জোরদার প্রচারে নেমেছেন এই রাজনৈতিক নেতা। আর সেই প্রচার কর্মসূচি থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এহেন বক্তব্য উঠে এল ওয়েইসির বয়ানে। কিছুদিন আগেই হিজাব ইস্যুতে সরব হয়েও প্রায় একই দাবি জানিয়েছিলেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা হবে কি না, সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল, হিজাব দিয়ে মাথা ঢাকার অর্থ মস্তিষ্ককে চেপে রাখা নয়। দেশের অগ্রগতিতে মুসলিম মেয়েদের অবদানও কম নয়, এ কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেছিলেন, দেশের প্রধানমন্ত্রীর আসনে একদিন হিজাব পরা কোনও মহিলাকেই দেখতে চান তিনি। আর এবার ফের একই দাবিতে সোচ্চার হয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন এআইএমআইএম প্রধান।
আরও শুনুন: ভারতবর্ষে মুসলমানও প্রশাসনের শীর্ষে যেতে পারে, পাকিস্তানকে জবাব IAS শাহ ফয়জলের
একই বক্তব্যে ওয়েইসি আরও বলেছেন, বিজেপি আসলে মুসলিমদের স্বতন্ত্র পরিচয়েরই বিরোধী। তারা মনে করে, হালাল মাংস, মুসলিমদের টুপি, দাড়ি, সবকিছুই তাদের পক্ষে বিপজ্জনক। মুসলিমদের খাদ্যাভ্যাস নিয়েও বিজেপির সমস্যা রয়েছে বলে গেরুয়া শিবিরকে বিঁধেছেন ওয়েইসি। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী ‘সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস’- নীতির কথা মুখে বললেও আসলে তাঁর দল এই নীতি মেনে চলে না। বরং বিজেপি এ দেশের বৈচিত্র্যকে, তথা মুসলিম স্বাতন্ত্র্যকে ধ্বংস করে দিতে চায় বলেই তোপ দেগেছেন এআইএমআইএম নেতা।
যদিও ওয়েইসির বক্তব্যের পালটা দিয়েছেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। এআইএমআইএম দলের নেত্রী পদে কবে কোনও হিজাব পরিহিতা মহিলাকে দেখা যাবে, ওয়েইসির উদ্দেশে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। সব মিলিয়ে, ওয়েইসির মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উসকে উঠেছে বিতর্ক।