বউবাজারের বাড়িতে ফাটলের ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে গেলেন ফিরহাদ হাকিম। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের লক্ষ্যে বেনজির পদক্ষেপ পর্ষদের। প্রাথমিক শিক্ষক নিয়োগে ভিডিও রেকর্ডিং হবে গোটা ইন্টারভিউ প্রক্রিয়ার। ভিডিওতে থাকবে নথি যাচাই প্রক্রিয়াও। জেলার চেয়ারম্যানদের টেটের ফাঁকা উত্তরপত্র পাঠাতে বলেন মানিক ভট্টাচার্য। বিস্ফোরক অভিযোগ ইডির।
হেডলাইন:
আরও শুনুন: 14 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- ফের বউবাজারে একাধিক বাড়িতে ফাটল, স্থগিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ
আরও শুনুন: 13 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এজেন্সি ইস্যুতে সুর চড়ালেন মমতা
বিস্তারিত খবর:
1. মেট্রোর কাজের জন্য বউবাজারের একাধিক বাড়িতে ফাটলের ঘটনায় নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক মুখ্যসচিবের। বৈঠকে ভারচুয়ালি যোগ দিলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন বউবাজারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কোন বাড়ির কতটা ক্ষতি হয়েছে তা দেখতে এবং এলাকার মানুষের আস্থা ফেরাতে ঘটনাস্থলে যান মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার সিপি এবং মেট্রো রেল কর্তৃপক্ষও। ঘটনাস্থল পরিদর্শনের পর কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এবার থেকে মেট্রো রেলের কাজের আগে কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভাকে জানাতেই হবে। কাজ শুরুর আগে সরিয়ে নিয়ে যেতে হবে স্থানীয় বাসিন্দাদের। তিনি আরও জানিয়েছেন, যাঁরা এলাকা ছেড়ে চলে গিয়েছেন তাঁদের আর্থিক সাহায্য করবে KMRCL।
2. স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের জন্য এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও নথি যাচাই প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিল পর্ষদ। চলতি বছর ১১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে টেট উত্তীর্ণদের ইন্টারভিউ রুমে ঢোকার সময় থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে বেরিয়ে যাওয়া অবধি পুরো বিষয়টি ভিডিও রেকর্ডিংয়ে ধরে রাখা হবে। পাশাপাশি নথি যাচাই প্রক্রিয়াও ভিডিও ক্যামেরায় ধরা থাকবে। ভবিষ্যতে নিয়োগ ঘিরে প্রশ্ন উঠলেই সেই ফুটেজ আদালতে পেশ করা যাবে। পর্ষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ থেকে রাজনীতিবিদ সকলেই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।